ওয়েব ডেস্ক
কথায় বলে সকাল দেখলে বোঝা যায় সারা দিন কেমন যাবে। কিন্তু সেই প্রবাদকে এক্কেবারে বুল প্রমাণ করেছিল গতকালের আবহাওয়া। সকালে কড়া রোদ দেখা দিলেও দুপুরের পর শুরু হয়েছিল বৃষ্টিপাত। অন্যদিকে আজ সকাল থেকেই আকাশ বেশ পরিস্কার। দেখা মেলেনি বৃষ্টি। যার জেরে বন্যা কবলিত জেলা গুলোয় সামান্য হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছে।
আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির কোনও পূর্বাভাষ নেই। তবে এই মূহুর্তে মৌসুমি বায়ুর অক্ষরেখা সরে গেছে উত্তরবঙ্গের দিকে, তাই মণিপুর সহ ওই দিকের জেলা গুলোয় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
আজ আকাশ থাকবে মেঘলা, সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আজকের সর্বোচ্চ তাপমাত্রা থাকছে ৩৫.৩ (+৩) সর্বোনিম্ন তাপমাত্রা ২৭.৬ (+১)। বাতাসে আর্দ্রতার পরিমাণ থাকছে সর্বোচ্চ ৯৫% এবং সর্বোনিম্ন ৫৮%। ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিটেফোঁটা।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন