Breaking News
Home / TRENDING / বরকে ক্রেশে রাখুন আর দেদার শপিং করুন

বরকে ক্রেশে রাখুন আর দেদার শপিং করুন

ওয়েব ডেস্ক

বাড়িতে বরের সঙ্গে তুমুল ঝগড়া। যথারীতি চলছে মান-অভিমানের পালা। মুখ ফুলিয়ে বসে রয়েছেন বউ, গোঁসা হয়েছে। রাগ যে তাঁর ভাঙাতেই হবে, নইলে আরও অনর্থ! কী করণীয়! মন ভাল করতে তাই শপিংই শ্রেয়। বর বাবাজীবনের মুখে অমাবস্যা, এতটুকু ইচ্ছে নেই যাওয়ার। তবুও গিন্নির মানভঞ্জন বলে কথা। অগত্যা!

অন্যদিকে অনেক বউরাও দাবি করেন বরেদের সঙ্গে নাকি শপিং করতে গিয়ে এতটুকু মজা নেই। কথায় কথায় ঘ্যান ঘ্যান! আর থেকেই থেকেই শুধু দোকান থেকে বেরোনোর তাড়া।

এহেন বউ-বরদের জন্য এবার সুখবর আর মুখ ব্যাজার করতে হবে না কাউকেই। শপিং মলে গিয়ে বরকে পুরে দিতে পারেন ‘হাজব্যান্ড পডস’-এ। পরিষ্কার বাংলায় ‘বরেদের ক্রেশ’। হো হো করে হেসে উঠলেন নিশ্চয়! ভাবছেন মজা করছি! না, এই ঘটনাই সত্যি করেছে চিনের এক শপিং মল।

সাংহাইয়ের গ্লোবাল হার্বার মলে বসানো হয়েছে চারটি কাচের খোপ। যার মধ্যে ব্যবস্থা রয়েছে কম্পিউটার গেমসের। এই খোপগুলির ভিতরে আছে  আরামকেদারাও। যার জন্য কোনও টাকা খরচা করতে হবে না।

 

ক্রেশ থেকে বেরিয়ে অনেক বরই জানান, তাঁদের খুবই পছন্দ হয়েছে এই ব্যবস্থা।

মলের এক বিক্রেতা মিস্টার ইয়ু জানান, “আমি জীবনে প্রথমবার এই ব্যবস্থা দেখছি। এই ভাবনাটা অসাধারণ।”

অন্যদিকে এক প্রেমিকের বক্তব্য খানিকটা এমন, “আমি একদম আমার প্রেমিকার সঙ্গে শপিং করা পছন্দ করি না। তাই যখনই আমরা শপিংয়ে যাই আমি হয় কখনও সিনেমা দেখি, নয় কোথাও বসে খাওয়াদাওয়া করি। আবার কখনও স্রেফ ফোনে গেম খেলি।”

তাই এবার দেদার শপিং করুন। একঘেয়েমি কাটল। কলকাতার মল-এর কর্তারা ভেবে দেখতে পারেন!

 

লাইক শেয়ার ও মন্তব্য করুন

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Spread the love

Check Also

চোরেদের মন্ত্রীসভা… কেন বলেছিলেন বাঙালিয়ানার প্রতীক

ডঃ অরিন্দম বিশ্বাস : আজ বাংলার এবং বাঙালির রাজনীতির এক মহিরুহ চলে গেলেন। শ্রী বুদ্ধদেব …

আদবানি-সখ্যে সংকোচহীন ছিলেন বুদ্ধ

জয়ন্ত ঘোষাল : লালকৃষ্ণ আদবানির বাড়িতে বুদ্ধদেব ভট্টাচার্য মধ্যাহ্ন ভোজে আসবেন। বাঙালি অতিথির আপ্যায়নে আদবানি-জায়া …

নির্মলার কোনও অর্থনৈতিক চিন্তা-ভাবনা নেই

সুমন ভট্টাচার্য এবারের বাজেটটা না গরিবের না মধ্যবিত্তের না ব্যবসায়ীদের কাউকে খুশি করতে পারলো। দেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *