ওয়েব ডেস্ক :
আগামী ৪৮ ঘণ্টায় হবে আরও ভারি বৃষ্টিপাত, ভাসবে কলকাতা। যার কারণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে নিম্নচাপের অক্ষরেখা, বলছে আলপুর আবহাওয়া দফতর। ইতিমধ্যেই তুমুল বৃষ্টিতে অনেক স্কুল-কলেজই ছুটি দিয়ে দেওয়া হয়েছে। তবে অফিস যাত্রীদের ছুটির বালাই নেই বলে, হাঁটু জল ভাঙতে হচ্ছে তাঁদের। সেইসঙ্গে বৃষ্টির কারণে যোগান নেই পর্যাপ্ত গাড়ির। তাই স্বাভাবিক ভাবেই এই তুমুল অব্যবস্থায় সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। অফিস পৌঁছচ্ছেন দেরিতে। তবে এই বৃষ্টিপাত এখনই বন্ধ হওয়ার কোনও লক্ষণ নেই বলেও জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
আজ সারাদিন আকাশ থাকবে মেঘলা, সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা।
ভাতি থেকে অতি ভারি বৃষ্টিপাত হবে বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর।
সেইসঙ্গে উত্তরবঙ্গের পাঁচ জেলা দার্জিলিং, কালিংপং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে থাকছে ভারি বৃষ্টির পূর্বাভাষ।
আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭.৬(-২) সর্বোনিম্ন তাপমাত্রা ২৫.৫(-১)। আদ্রতা থাকবে সর্বোচ্চ ৯৭% এবং সর্বোনিম্ন ৯২%।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন