ওয়েব ডেস্ক :
গত কয়েকদিনে দেখা মিলেছিল বেশ ঝলমলে রোদ্দুরের। যেখানে গায়ে টিপটিপ বৃষ্টি পড়ার কথা সেখানে গা থেকে টপটপ ঘাম ঝরা শুরু হয়েছিল। যা সামাল দিল হঠাৎ আসা নিম্নচাপের বৃষ্টি। আবার গতকাল রাত থেকেই শুরু হয়েছে বৃষ্টিপাত। আজ সকাল থেকেও ভেসেছে কলকাতা সহ রাজ্যের অনান্য জেলাগুলো। যার কারণ নাকি,ওডিশায় তৈরি হয়েছে ভারি নিম্নচাপ, বলছে আলিপুর আবহাওয়া দফতর। তবে ধীরে ধীরে হালকা হতে থাকবে এই নিম্নচাপ।
এছাড়া উত্তরবঙ্গের পাঁচজেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারে থাকছে বৃষ্টির পূর্বাভাষ। সেইসঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলীতে থাকছে বিক্ষিপ্ত ভারি বৃষ্টির পূর্বাভাষ।
আজ সারাদিন আকাশ থাকবে মেঘলা, সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা।
আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪.৬(+২) সর্বোনিম্ন তাপমাত্রা ২৬.১(-০)। আদ্রতা থাকবে সর্বোচ্চ ৯৪% এবং সর্বোনিম্ন ৬৩%। ২৪ ঘণ্টায় বৃষ্টির পরিমান ১৮.১ মিলিমিটার।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন