ওয়েব ডেস্ক :
“মিডিয়ার কাছ থেকেই শুনছি ইডি তলব করেছে আমাকে কিন্তু এখনও পর্যন্ত কোনও ই-মেল বা সমন পাইনি হাতে। যদি ডাকে নিশ্চয় যাব।”
নারদা কাণ্ডে রাজ্যের পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারীকে ইডির তলব করার খবর প্রচার হতেই স্বপক্ষে নিজের বক্তব্য পেশ করলেন মন্ত্রী।
সুত্রের খবর, যত তাড়াতাড়ি সম্ভব ইডির দফতরে জেরার জন্য দেখা করতে বলা হয়েছে তাঁকে। ই-মেল মারফৎ তাঁকে সমন পাঠিয়েছে ইডি।
নারদার স্টিং অপারেশনে অনেকের সঙ্গে শুভেন্দু অধিকারীর নামও উঠে এসেছিল। কী জন্য টাকা নিয়েছিলেন? কত টাকা নিয়েছিলেন? সেই টাকা কী কাজে ব্যবহার করা হয়েছে? তাই এখন জানতে চাইছে ইডি।
রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে বিজেপির রাজ্য দফতরে একটি স্টিং অপারেশনের ভিডিয়ো ফুটেজ প্রচার করা হয়। সেই ফুটেজে টাকা নিতে দেখা গিয়েছিল তৎকালীন বর্ধমানের পুলিশ সুপার এস এম এইচ মির্জা, মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, মেয়র শোভন চট্টোপাধ্যায়, সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, কাকলী ঘোষ দস্তিদারের মতো অনেককেই। টাকা নেওয়ার ছবি গোপন ক্যামেরায় ধরা পড়লেও, কেন টাকা নিলেন মান্যগণ্য এইসব ব্যক্তিরা তা নিয়ে এখনও ধন্দে রয়েছে তদন্তকারীরা।
কয়েকদিন আগেই মধ্যমগ্রামের বাড়িতে সিবিআইএর জেরার কথা অস্বীকার করেছিলেন সাংসদ কাকলী ঘোষ দস্তিদার। সুব্রত মুখোপাধ্যায়কে সিবিআই দফতরে আসার নির্দেশ পাঠানোর পর তিনি তাঁর আইনজীবীকে পাঠিয়ে জানিয়ে দেন ২১ জুলাইয়ের পর যে কোনও দিন দেখা করবেন তিনি। সাংসদ সৌগত রায়ও একই ভাবে সময় চেয়ে নিয়েছেন তদন্তকারীদের কাছ থেকে।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন