মধুমন্তী
:
বাংলা সাহিত্যে বনফুলের নাম এলেই তাঁর সুললিত মিষ্টি গদ্যের কথা মনে আসে। তাঁর ছোট গল্প মন ভাল করে দেয়! তিনি পোস্টকার্ডেও কত গল্প লিখেছিলেন! তিনি পেশায় ডাক্তার ছিলেন সে কথা আমরা স্মরণে রাখি না। রাখার প্রয়োজন বোধ করিও না। সাহিত্যিক হিসেবে এতটাই তিনি সফল।
‘বনফুল’ ছিল তাঁর ছদ্মনাম। আসল নাম বলাইচাঁদ মুখোপাধ্যায়। পদ্মভূষণ সম্মানে সম্মানিত হয়েছিলেন তিনি।
পুর্ণিয়া জেলার মনিহারী গ্রামে জন্মগ্রহণ করেছিলেন বলাইচাঁদ। বাবা সত্যচরণ মুখোপাধ্যায়ও ছিলেন ডাক্তার।
বনফুল প্রচুর কবিতা, ছোট গল্প, উপন্যাস, নাটক লিখেছেন। তাঁর বহু গল্প-উপন্যাস নিয়ে ছবি হয়েছে। মৃণাল সেন তো ‘ভুবন সোম’ করে বিশ্বজয় করেছেন। বনফুলের ভাই অরবিন্দ মুখোপাধ্যায় বাংলা ছবির নামী পরিচালক। যিনি পরিচিত ছিলেন ঢুলুদা নামেই। তিনি দাদা বনফুলের কাহিনি নিয়ে কতসব সুন্দর ছবি করেছিলেন। যার মধ্যে ‘অগ্নীশ্বর’-এর নাম করতেই হয়। যেমন লেখা তেমনই ছবি!
বাংলা সাহিত্যের এই কিংবদন্তি সাহিত্যিকের জন্মদিনে চ্যানেল হিন্দুস্তানের শ্রদ্ধার্ঘ্য।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news