ওয়েব ডেস্ক :
সকালের রোদ ঝলমলে আকাশ আর ক্ষণেক্ষণে বৃষ্টি কেমন যেন মনটা শরতের কথা মনে করিয়ে দিচ্ছে বটে। শহরবাসীও বেজায় খুশি এতদিন পর রোদের ছটা দেখে। তবে আলিপুর আবহাওয়া দফতর কিন্তু বলছে অন্য কথা। কলকাতা খানিরক রোদের আভাষ পেলেও দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় থাকছে ভারি বৃষ্টির পূর্বাভাস। যার মধ্যে রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলী এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান।
সেইসঙ্গে আবার ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উওরবঙ্গের জেলাগুলিতেও। অন্যদিকে নিম্নচাপের অক্ষরেখা রয়েছে রাজস্থান থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে।
আজ সারাদিন আকাশ থাকবে মেঘলা, সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা।
আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩.০ (+১) সর্বোনিম্ন তাপমাত্রা ২৬.৮(-০)। আদ্রতা থাকবে সর্বোচ্চ ৯২% এবং সর্বোনিম্ন ৭১%। ২৪ ঘণ্টায় বৃষ্টির পরিমান ০.৬ মিলিমিটার।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন