দেবক বন্দ্যোপাধ্যায় :
পূর্ব মেদিনীপুরে প্রশাসনিক সভা করতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন সাংসদ শিশির অধিকারীকে ‘বকাবকি’ করছিলেন তখনই নাকি তিনি একটি বেফাঁস মন্তব্য করে ফেলেন!
দীঘা মন্দারমনির রাস্তার কাজ একেবারেই অগ্রসর হয়নি এই নিয়ে যখন মুখ্যমন্ত্রীর মাথা গরম তখনই তিনি বলেন, উদয়পুর সমুদ্রতটও তাঁরই আবিষ্কার। এই আবিষ্কার শব্দ নিয়ে শুরু হয়েছে দড়ি টানাটানি। গতকাল ওডিশার মন্ত্রী মহেশ্বর মহন্তি বলেন, ‘উদয়পুর সমুদ্রতটের ঐতিহ্য অনেক প্রাচীন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পলিটিক্যাল কেরিয়ার ততদিনের নয় যে তিনি উদয়পুর আবিষ্কার করবেন’। মহেশ্বর মহন্তি এই নিয়ে আরও অনেক দূর যাবেন বলে হুমকি দিয়েছেন গতকাল। এই বিষয়ে তিনি মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গেও কথা বলবেন বলে জানিয়েছেন।
তবে মুখ্যমন্ত্রীর উক্তিতে পড়শি রাজ্যে এত জলঘোলা হচ্ছে কেন! তা বুঝতে পারছেন না সদ্য মমতার ‘বকুনি’ খাওয়া সাংসদ শিশির অধিকারী। তাঁর বক্তব্য, ‘উদয়পুর সমুদ্রতটের যতখানি অঞ্চল আমাদের রাজ্যে পড়ে সেই অঞ্চলটি ট্যুরিজিমের কাজে কীভাবে লাগানো যায় তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ই প্রথম চিন্তাভাবনা করেন এবং উন্নয়নের কাজ শুরু করার নির্দেশ দেন। ফলত ট্যুরিজিমের জন্য ওই অঞ্চলটি যে মমতারই আবিষ্কার তা নিয়ে কোনও সন্দেহ নেই’। শিশির অধিকারীর আরও বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কথা বলার আগে আরও ভেবে দেখার দরকার ছিল মহেশ্বর মহন্তির। শিশির অধিকারী ওডিশা সরকারের বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনে বলেন, সীমান্ত অঞ্চলে তাঁদের রাজ্যের রাস্তার বেশ খানিকটা অংশ আমাদের রাজ্যের ওপর দিয়ে গেছে। মমতার সমালোচনা না করে মন্ত্রী বরং সেই দিকে নজর দিন।
গ্রাফিক্স : মধুমন্তী
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন