ওয়েব ডেস্ক :
মহাকাশ নিয়ে কৌতুহল সাত থেকে সত্তর সকলেরই। সূর্যগ্রহণ, জোয়ার-ভাটা, উল্কাবৃষ্টি এসব নিয়ে মনে প্রশ্ন জাগেনি এমন মানুষ মেলা ভার। আর মহাকাশ আসলেই তার সঙ্গে জড়িয়ে পড়ে নাসা’র নাম।
সম্প্রতি এক তথ্য মিলেছে নাসার তরফ থেকে। যেখানে বলা হয়েছে সূর্যের ৭৫ হাজার কিলোমিটার জুড়ে নাকি দেখা মিলেছে একটি কালো ছোপের। সেইসঙ্গে সেখান থেকে আসা সূর্যরশ্মি মারাত্মক ক্ষতিকর। অন্তত এমনটাই জানাচ্ছে নাসা।
খালি চোখে নয়, বরং উন্নততর যন্ত্রপাতিতেই ধরা পড়েছে এই কালো ছোপের ছবি।
বিজ্ঞানীরা বলছেন, এই ছোপ সৃষ্টি করবে এম-ক্লাস সূর্য রশ্মি, যার কারণে যে কোনও অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে পৃথিবী, বিচ্ছিন্ন হয়ে যাবে যোগাযোগ ব্যবস্থা এবং সৃষ্টি হবে সৌরঝড়ের।
নাসার সোলার ডায়ানামিক অবজারভেটারি প্রথম প্রকাশ্যে আনে সূর্যের এই কালো ছোপের ছবি প্রায় সপ্তাহে খানেক আগে।
নাসা জানাচ্ছে, ছোপগুলি কুচকুচে কালো। যা সূর্যের মূলত ঠাণ্ডা অঞ্চলগুলিতেই রয়েছে। তবে ছোপগুলি তৈরি হওয়ার কারণ নাকি সূর্যের ম্যাগনেটিক ফিল্ড।
একটি তথ্যে নাসা জানায়, আরও একটি নতুন ছোপের দেখা মিলেছে যা ক্রমাগত বাড়ছে।
তাই সবমিলিয়ে চিন্তার ভাঁজ নাসার কপালে। যদিও কবে থেকে ঠিক এই ছোপের প্রভাব পৃথিবীতে পড়তে শুরু করবে তা এখনই বলতে পারছে না নাসা।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন