ওয়েব ডেস্ক :
সকাল থেকে রোদের মুখ দেখা গেলেও বিশেষ স্বস্তির কথা জানাচ্ছে না আলিপুর আবহাওয়া দফতর। কারণ, উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমান কমলেও আগামী তিনদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমান বাড়বে বলে জানাচ্ছে হাওয়া অফিস।
সেইসঙ্গে আজ সারাদিন ভারি বৃষ্টিপাতের পূর্বাভাসও রয়েছে।
আপাতত নিম্নচাপ না থাকলেও অক্ষরেখা রয়েছে। উত্তর বঙ্গোপসাগরের তৈরি হয়েছে ঘূর্ণাবর্তের আবহ। তাই বৃষ্টির পরিমানও বাড়বে।
আজ সারাদিন আকাশ থাকবে মেঘলা, সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা।
আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০.২ (-২) সর্বোনিম্ন তাপমাত্রা ২৬.৫(-১)। আদ্রতা থাকবে সর্বোচ্চ ৯৫% এবং সর্বোনিম্ন ৭৯%।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন