ওয়েব ডেস্ক :
তথ্য প্রযুক্তি সংস্থা টাটা কনসালটেন্সি সার্ভিসেস(টিসিএস)-এর লখনউয়ের অপারেশন সেন্টারটি বন্ধ হয়ে যাচ্ছে বলে খবর। টিসিএসের ভাইস প্রেসিডেন্ট তেজ পল ভাটলা এদিন প্রজেক্ট ম্যানেজারের সঙ্গে কথা বলে যত দ্রুত সম্ভব ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করার কথা বলেন নইলে নয়ডা, ইন্দৌরে অপারেশন সেন্টার শিফট করে শেষ করতে হবে কাজ। প্রজেক্ট ম্যানেজার সেই কথা তাঁদের টিম মেম্বারদেরও জানান বলে এক সংবাদমাধ্যমের খবর।
তবে সমস্যা অন্য জায়গায়, টিসিএসের ওই অপারেশন সেন্টারের কর্মচারীদের মধ্যে ৫০ শতাংশ মহিলা। যাঁরা তাঁদের পরিবার নিয়ে লখনউয়ে বাস করেন। হঠাৎ করে এই সিদ্ধান্ত শোনার পর নতুন চাকরি খোঁজা বা নতুন শহরে পরিবার নিয়ে চলে যাওয়া মুখের কথা নয়। তাই এই সিদ্ধান্ত তাঁদের যথেষ্ট সমস্যায় ফেলবে বিশেষত মহিলাদের।
সুত্রের খবর, লখনউয়ে টিসিএসের অপারেশন কোম্পানিটি যথেষ্ট লাভ করতে পারছে না তাই এই সিদ্ধান্ত। এমনকী ক্লায়েন্টদের সঙ্গে কাজ করতেও সমস্যা হচ্ছে। এক হাজারেরও কম কর্মচারী রয়েছে লখনউয়ের এই অপারেশন সেন্টারে। তবে লখনউ সেন্টারের কাজ শিফট হবে নয়ডা বা বারাণসীতে। তবে আশার খবর এই যে কোনও কর্মচারীকেই ছাঁটাই করবে না টিসিএস।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন