ওয়েব ডেস্ক :
গতকাল থেকে শুরু হয়েছে তুমুল বৃষ্টি। যার জেরে শহরের একাধিক জায়গায় জমে রয়েছে গোড়ালি বা হাঁটু সমান জল। সেই জল টপকেই যাতায়াত করতে হচ্ছে নিত্যযাত্রীদের। তবুও উদাসীন কলকাতা পুরসভা। শহরের সব জায়গায় না হলেও বিশেষ কিছু অঞ্চলে বৃষ্টি পড়লেই জলমগ্ন হয়ে পড়ছে রাস্তাঘাট। কোথাও একঘণ্টা আবার কোথাও একবেলা দাঁড়িয়ে থাকছে বৃষ্টির এই জমা জল। জল নামাতে বিভিন্ন এলাকায় পাম্প চালালেও জমা জলে নাকাল হতে হচ্ছে শহরবাসীকে। খোদ মেয়রের ওয়ার্ডেই এদিন সন্ধ্যা পর্যন্ত রাস্তা ছিল জলমগ্ন।
অন্যদিকে আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ আকাশ থাকবে মেঘলা, সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা।
আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১.২ (-১) সর্বোনিম্ন তাপমাত্রা ২৫.৭(-১)। আদ্রতা থাকবে সর্বোচ্চ ৮৯% এবং সর্বোনিম্ন ৭১%।
যদিও নিম্নচাপের কোনও অক্ষরেখা আপাতত নেই। তবে এই ভারি বৃষ্টিপাত চলবে আগামী কয়েকদিন।
ছবি সৌজন্য : এনডি টিভি
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন