ওয়েব ডেস্ক:
আগামিকাল বুধবারই মোহনবাগান শুরু করে দিচ্ছে কলকাতা লিগের প্রস্তুতি কলকাতা লিগের তিন বিদেশিইই চূড়ান্ত বাগানের। কিংসলে ছাড়া ক্রোমা আর কামাও অনুশীলনে নামছেন কাল থেকেই। কিংসলে দু’এক দিন পর যোগ দেবেন। কোচ শঙ্করলাল চক্রবর্তী অনুশীলন করালেও, মেন্টর হিসেবে উপস্থিত থাকবেন সঞ্জয় সেন।
ইস্টবেঙ্গল কলকাতা লিগের গুরুত্বপূর্ণ সময়ই পাবে না দুই তারকা ফুটবলার অর্ণব মণ্ডল আর মহম্মদ রফিককে। এই দু’জন ব্যস্ত জাতীয় দলের খেলায়। ইস্টবেঙ্গল কলকাতা লিগের অনুশীলন শুরু করছে সম্ভবত ১৭-১৮ জুলাই থেকে।
দুই প্রধানই এবার ভাল দল গড়েছে। নামীদামি ফুটবলার দুই দলেই রয়েছেন। ওদিকে আর এক মহামেডানও ভাল দল গড়েছে। সাদাকালোতেও বহু তারকা ফুটবলার আছেন। সবমিলিয়ে এবার কলকাতা ময়দান সরগরম হয়ে উঠবে মনে করছেন প্রাক্তনেরা।