চ্যানেল হিন্দুস্থান ডেস্কঃ মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের পর আজ প্রকাশিত হল জয়েন্ট এন্ট্রান্স -এর ফলাফল। পরীক্ষার ২৬ দিনের মধ্যেই প্রকাশিত হল ফলাফল । শুক্রবার দুপুর ২ টো ৩০ মিনিটে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রাস বোর্ড আনুষ্ঠানিকভাবে ফলপ্রকাশ করল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড । এবার ১ লাখ ২৪ হাজার ৯১৯ জন পরীক্ষা দিয়েছিলেন। তাদের মধ্যে ৭৪ শতাংশ পুরুষ। একজন ট্রান্সজেন্ডার এবং বাকি মহিলা। বিকেল ৪ তে থেকেই পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রাস বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট www.wbjeeb.nic.in এবং www.wbjeeb.in-তে দেখা যাবে ফলাফল। এছাড়াও পেজে ঢুকলে ‘WBJEE’ ট্যাব পাওয়া যাবে। সেখানে ক্লিক করতে হবে। ‘WBJEE 2023 Result’-র লিঙ্ক দেখা যাবে। জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পেজে ঢুকলে ‘WBJEE’ ট্যাব পাওয়া যাবে। ক্লিক করলে নতুন একটি পেজ খুলে যাবে। জয়েন্টের পরীক্ষার তথ্য দিয়ে লগ ইন করতে হবে। তারপরই জয়েন্টের র্যাঙ্ক কার্ড দেখতে পাওয়া যাবে। সেই র্যাঙ্ক কার্ড ডাউনলোড করে নিতে হবে পরীক্ষার্থী দের । চলতি বছরে ১.২৪ লক্ষের বেশি পরীক্ষার্থী রাজ্য জয়েন্ট এন্ট্রাস পরীক্ষার জন্য নাম নথিভুক্ত করেছিলেন। মোট ৩০৬ টি কেন্দ্রে পরীক্ষা হয়েছিল। ৩০৩ কেন্দ্র ছিল বাংলায়। একটি অসম ও বাকি দুটি ত্রিপুরায়। মূলত দুটি পত্রে পরীক্ষা হয়েছিল। প্রথম পত্র অঙ্ক, দ্বিতীয় পত্র ফিজিক্স ও কেমিস্ট্রি। প্রথম পত্রে ৭৫টি ও দ্বিতীয় পত্রে ৮০ টি প্রশ্ন ছিল। গত ৩০ এপ্রিল পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা আয়োজিত হয়েছিল। ২৬ দিনের মাথায়, আজ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফে ফল প্রকাশ করা হচ্ছে। সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করছেন বোর্ডের চেয়ারম্যান মালায়েন্দু সাহা।এদিন তিনি বলেন, ‘এবার একটি অ্যাপও তৈরি করা হয়েছিল, যেটির মাধ্যমে সেন্টার ইনচার্জদের সঙ্গে রিয়াল টাইম যোগাযোগ রাখা সম্ভব হয়েছিল। ওএমআর শিট ও বুকলেটেও পরিবর্তন আনা হয়েছিল। তিনটি সর্বভারতীয় সংস্থার উপর আমরা কাউন্সিলিংয়ের জন্য নির্ভর করি। কাউন্সেলিং এবার কিছুটা সরলীকরণ করা হয়েছে। একটা পুস্তিকা আমরা বের করেছি। ছাত্র ছাত্রীদের কাছে পৌঁছে দেব সেই পুস্তিকা। এটা পড়লে কাউন্সেলিং অনেক সুবিধা হবে।’
জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় প্রথম ১০ -এ যারা রয়েছেন তাদের মধ্যে পশ্চিমবঙ্গ কে রিপ্রেযেন্ট করছেন তিন জন । এবারের জয়েন্টে প্রথম স্থান অধিকার করেছেন মহম্মদ সাহিল আখতার। দ্বিতীয় স্থানাধিকারী সোহম দাস। তৃতীয় স্থানে রয়েছেন, সারা মুখোপাধ্যায়। চতুর্থ হয়েছেন মেদিনীপুর কলেজিয়েট স্কুলের সৌহার্দ্য দণ্ডপাত।পঞ্চম স্থানে রয়েছেন অয়ন গোস্বামী।ষষ্ঠ স্থান অধিকার করে নিয়েছেন সোসপুর নারায়ণ স্কুলের অরিত্র অম্রুত দত্ত।সপ্তম হয়েছেন রাজস্থানের কোটা থেকে কিন্তন সাহা।অষ্টম হয়েছেন বাঁকুড়া জেলা স্কুলের সাগ্নিক নন্দী।নবম হয়েছেন রাজস্থানের কোটা থেকে রক্তিম কুণ্ডু।মেধাতালিকায় দশম স্থানে রয়েছেন কাটোয়ার হোলি অ্যাঞ্জেল স্কুলের শ্রীরাজ চন্দ্র। এবারের জয়েন্টে ৯৯.৪ শতাংশ সফল পরীক্ষার্থী। তাদের মধ্যে ৭২ শতাংশই এই রাজ্যের। ২৮ শতাংশ রাজ্যের বাইরের।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news