চ্যানেল হিন্দুস্থান ডেস্কঃ বার্সেলোনার সঙ্গে মোহনবাগানের চুক্তির প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে । আর তাতে মোহনবাগানের পালকে আরও একটা মণিমুক্ত যোগ হওয়ার অপেক্ষা করছে ফুটবল প্রেমিরা । মোহনবাগানের যুব দলের সঙ্গে বার্সেলোনার যুব দলের চুক্তির সম্ভাবনাটা অনেকটাই এগিয়ে গিয়েছে। সব কিছু ঠিক ঠাক হলে হয়তো চূড়ান্ত চুক্তিটা হয়েও যাবে। তবে চুক্তি হচ্ছেই এরকমটা এখনই জোর দিয়ে বলা সম্ভব হচ্ছে না। তবে এই চুক্তির প্রক্রিয়া একদম ঠিক ঠাক পথেই চলছে। করোনা আবহে বেশ কয়েক বছর ধরে মোহনবাগানের জুনিয়র ডেভলভপমেন্ট প্রোগ্রাম ঠিক ঠাক হতে পারেনি। ফলে ভাল সিনিয়র দল গড়ার পাশাপাশি এখন থেকে জুনিয়র ডেভলপমেন্ট প্রোগ্রামের উপরেও জোর দিতে চাইছে মোহনবাগান। আর এক্ষেত্রে বিনিয়োগকারী সংস্থার সঙ্গে ক্লাব কর্তারাও যৌথভাবে হাতে হাত মিলিয়ে চাইছে ক্লাবের জুনিয়র ডেভলপমেন্ট প্রোগ্রাম দারুণ ভাবে হোক। সেক্ষেত্রে বার্সেলোনার মতো ক্লাবের সঙ্গে মৌ চুক্তি করে জুনিয়র ডেভলপমেন্টের কাজ এগিয়ে নিয়ে যেতে পারলে, তার থেকে আর ভাল কিছুই হবে না। তখনও মোহনবাগানের সামনে থেকে ‘এটিকে’ নামক শব্দটা উঠে যায়নি। ক্লাব সচিব দেবাশিস দত্ত বারবার বলতেন, ‘ক্লাবের বিনিয়োগকারী সংস্থার সঙ্গে আমাদের কথা হয়েছে, জুনিয়র ডেভলপমেন্ট প্রোগ্রামের উপর জোর দেওয়ার পরিকল্পনা চলছে।’ সবাই মিলে জুনিয়র ডেভলপমেন্ট প্রোগ্রামের উপর জোর দেওয়ার পিছনে একটাই কারণ, নিজেদের ফুটবলার তৈরি করা। এতে প্রত্যেক মরশুমে ফুটবলার পাওয়ার জন্য আর অন্য কোনও দলের দিকে তাকিয়ে থাকতে হবে না। একই সঙ্গে নিজেদের তৈরি করা কিছু ফুটবলারকে অন্য ক্লাবে বিক্রি করেও প্রচুর টাকার আমদানী হবে। আর সেই টাকাতেই সিনিয়র দলের পাশাপাশি জুনিয়র ডেভলপমেন্ট প্রোগ্রামের কাজ আরও ভাল ভাবে হবে।অন্তত উন্নত ফুটবল লিগের বিশ্বখ্যাত ফুটবল ক্লাবগুলিতে এই উদ্দেশ্যেই জুনিয়র ফুটবল ডেভলপমেন্টের উপরে জোর দেওয়া হয়। এটিকে নামক শব্দটি সরে যাওয়ার পর মোহনবাগানে এখন সুখের সময়। তার উপর আইএসএলেও চ্যাম্পিয়ন। ফলে ফুটবল দলকে ঘিরে সমর্থকদের মধ্যে কোথাও কোনও বিক্ষোভ নেই। আর মোহনবাগান এসজির চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কাকেও সবরকম ভাবে সমর্থন করছেন সবুজ-মেরুন সমর্থকরা। ‘এটিকে’ সরে যাওয়ার পর ফুটবল দলের সব কিছুই যখন ঠিক ঠাক চলছে, তখন সঞ্জীব গোয়েঙ্কার পরবর্তী পদক্ষেপ জুনিয়র ডেভলপমেন্ট প্রোগ্রামকে আরও শক্তিশালী করা। যার সঙ্গে ক্লাবকেও ভালভাবে জড়ানোর পরিকল্পনা হয়েছে। আর সেই সূত্রেই বার্সেলোনার মতো বিশ্বখ্যাত দলের সঙ্গে চুক্তির প্রক্রিয়া শুরু হয়েছে বলেই ধারনা ফুটবল বিশেষজ্ঞ দের ।
Tags #barcelona #football #MohunBagan
Check Also
চোরেদের মন্ত্রীসভা… কেন বলেছিলেন বাঙালিয়ানার প্রতীক
ডঃ অরিন্দম বিশ্বাস : আজ বাংলার এবং বাঙালির রাজনীতির এক মহিরুহ চলে গেলেন। শ্রী বুদ্ধদেব …
আদবানি-সখ্যে সংকোচহীন ছিলেন বুদ্ধ
জয়ন্ত ঘোষাল : লালকৃষ্ণ আদবানির বাড়িতে বুদ্ধদেব ভট্টাচার্য মধ্যাহ্ন ভোজে আসবেন। বাঙালি অতিথির আপ্যায়নে আদবানি-জায়া …
নির্মলার কোনও অর্থনৈতিক চিন্তা-ভাবনা নেই
সুমন ভট্টাচার্য এবারের বাজেটটা না গরিবের না মধ্যবিত্তের না ব্যবসায়ীদের কাউকে খুশি করতে পারলো। দেখে …