নিজস্ব সংবাদদাতা :
বিকেলে দলের ম্যাচ। তা–ও মঙ্গলবার সাত সকালে বাগান মাঠে চলে এসেছিলেন নয়া বিদেশি ক্যামেরন ওয়াটসন। এসেছিলেন চোট পাওয়া রাইটব্যাক অরিজিৎ বাগুইও। ফিজিক্যাল ট্রেনার সমীরণ নাগের তত্ত্বাবধানে চলে ট্রেনিং। বল নিয়ে ওয়াটসনকে অনুশীলন করালেন সমীরণ। বেঙ্গালুরুর প্রাক্তনকে দেখে বাগান টিম ম্যানেজমেন্ট মনে করছে, তিনি অনুশীলনের মধ্যেই ছিলেন। টানা ঘন্টা খানেক ফিজিক্যাল ট্রেনিং সারেন ওয়াটসন।
আরেক ফুটবলার অরিজিৎ বাগুইয়ের চোট অনেকটাই কমে গেছে। ৭ তারিখ আইজলের বিরুদ্ধে অরিজিৎ খেলতে পারেবন বলে আশা বাগান কর্তাদের। ওয়াটসনকেও ওই ম্যাচ থেকেই খেলতে দেখা যেতে পারে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan