নীল বণিক :
উলবেড়িয়া কেন্দ্রে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রার্থীর জল্পনা ওড়ালেন বিজেপির রাজ্য সভাপতি। তিনি জানান, কোনও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকেই বিজেপি প্রার্থী করছে না। বাজারে যে খবর রটছে, তা সম্পূর্ন ভিত্তিহিন বলে জানান বিজেপির রাজ্য সভাপতি। “আসলে আমাদের প্রধান বিরোধীরা বিজেপিকে ভয় পাচ্ছে। কেননা সংখ্যালঘু তোষনের জন্য হিন্দু ভোটাররা বিজেপির দিকে। তাই বিজেপির নামে বদনাম করতেই এইসব গুজব ছড়ান হচ্ছে”। বক্তব্য দিলীপ ঘোষের।
উলুবেড়িয়া কেন্দ্রে প্রার্থী ঠিক করতে মঙ্গলবার দুপুরের পর রাজ্য বিজেপি অফিসে একটি বৈঠক করেন তিনি। সেখানে তাঁর অনুগামীদের নিয়ে দুই কেন্দ্রের প্রার্থীর নাম অালোচনা হয়। রাজ্য বিজেপি সূত্রের খবর উলুবেড়িয়া কেন্দ্রের জন্য অনুপম মল্লিকের নাম ও নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের জন্য সন্দীপ বন্দোপাধ্যায়ের নাম দিল্লির কাছে পাঠিয়েছে রাজ্য বিজেপি। বাকিটা অবশ্য দিল্লির হাতে। মুকুল রায় এই বিষয়ে বলেন, “এত তাড়াহুড়ো করার কিছু নেই। অনেক সময় আছে। ঠিক সময়ে দল সিদ্ধান্ত জানাবে।” তবে ঈশরাত জাহানের নাম নিয়ে যে চর্চা চলছে তা কার্যতঃ উড়িয়ে দেন মুকুলও। বলেন, “এই নামের সম্ভাবনা আছে বলে আমার জানা নেই”।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan