ওয়েব ডেস্ক:
আর্থিক ক্ষতির মুখে পড়ে ভারত থেকে ব্যবসা গোটানোর পথে ভোডাফোন।
প্রসঙ্গত, টেলিকম সেক্টরে এ বিষয়ে গুঞ্জন ছিলই। দীর্ঘমেয়াদি সমস্যা তাদের। বিগত কয়েক মাসে তা আরও বড় আকার ধারন করেছে। ইতিমধ্যে লক্ষাধিক গ্রাহক হারিয়েছে ভোডাফোন ও তার অংশীদার সংস্থা আইডিয়া। যার জেরে নতুন করে বাজার থেকে কোনও মুনাফা অর্জনে ব্যর্থ হচ্ছে ভোডাফোন-আইডিয়া। এমত অবস্থায় ভোডাফোন তার ঋণদাতাদের কাছে ঋণের বোঝা কমানোর আবেদন জানিয়েছে, টেলিকম সেক্টরে শোনা যাচ্ছে এমন কানাঘুষোও।
একথা অবশ্য অস্বিকার করে সংস্থাটি। এক বিবৃতিতে ভোডাফোন জানিয়েছে, সাময়িক ভাবে তারা আর্থিক ক্ষতির মুখে পড়লেও ঋণ কমানোর কোনও আবেদন করা হয়নি। একই বিবৃতিতে তারা জানায়, ‘ঋণের বোঝা কমানোর ব্যাপারে ভোডাফোনের তার ঋণদাতাদের কাছে আবেদনের যে খবর বিভিন্ন মহলে ভেসে বেড়াচ্ছে তা সর্বৈবভাবে মিথ্যে। আমরা এই অভিযোগ অস্বীকার করছি।’ এইসঙ্গে সংস্থা জানিয়েছে, ঋণদাতাদের বকেয়া অর্থ শীঘ্রই পরিশোধ করবে ভোডাফোন।
উল্লেখ্য, গত ২৫ অক্টোবর সুপ্রিম কোর্ট এক রায়ে লাইসেন্স ফি ও স্পেকট্রাম ব্যবহারের চার্জ বাবদ ভোডাফোন-আইডিয়াকে ‘অ্যাডজাস্টেড গ্রস রেভেনিউ’-এর (এজিআর) জন্য ২৮,৩০৯ কোটি বয়েকা টাকা দ্রুত মেটানোর নির্দেশ দেওয়া হয়। দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ের এই রায়ের পড়েই কিছুটা বিমর্ষ হতে দেখা যায় এই বিদেশি টেলিকম সংস্থার কর্তাদের।
এই রায়ের পরে গত ৫২ সপ্তাহে ভোডাফোনের শেয়ার সূচকেরও উল্লেখযোগ্যভাবে পতন হয়েছে। তবে সংস্থার তরফে বলা হয়েছে, ‘আইনজ্ঞের পরামর্শ নিয়ে এই আর্থিক ক্ষতির মোকাবিলা আমরা দ্রুত করব। পরিস্থিতি পর্যালোচনা করেই কোম্পানির পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে।’
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news