নীল বণিক :
এক বছর অস্ত্র মিছিল বেআইনী : কলকাতা পুলিশের এই নির্দেশ রাজ্য বিজেপি মানবে না বলে পরিস্কার জানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
প্রসঙ্গত শনিবার কলকাতা পুলিশের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। তাতে বলা হয়, অাগামী এক বছরে শহরে কোনও ব্যাক্তি রাস্তাতে অস্ত্র মিছিল করতে পারবে না। তার পরপ্রেক্ষিতে রাজ্য বিজেপির সভাপতি বলেন, “সম্পূর্ন রাজনৈতিক কারনেই কলকাতা পুলিশের এই কাজ। তবে অামরা এর বিরুদ্ধে অাদালতে যাব।” অন্যদিকে কলকাতা পুলিশের বিরুদ্ধে অাদালতে যাওয়ার হুমকি দিলেন বিশ্বহিন্দু পরিষদ নেতা শচিন্দ্রনাথ সিংহও। তিনিও জানান পুলিশ সম্পূর্ন রাজনৈতিক কারনে ধর্মের উপর হস্তক্ষেপ করছে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan