নীল বণিক :
শেষ কয়েক মাস বিজেপির কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে গোল খাওয়াটা প্রায় অভ্যাসে পরিণত করে ফেলেছিল তৃণমূল। সেই গোলটা প্রধানত মুকুল রায়ের পা থেকে এলেও দিলীপ ঘোষও কম যাচ্ছিলেন না। এমনকি জয় বন্দ্যোপাধ্যায়ও তেকাঠিতে জমিয়ে দিয়েছিলেন। মুকুল কলকাতাতে তো বটেই, সারা রাজ্য জুড়ে যেখানে পা রাখছিলেন সেখানেই তৃণমূল কর্মীদের হাতে বিজেপির পতাকা ধরিয়ে দিচ্ছিলেন।
এতদিন গোল খেয়ে এবার পাল্টা বিজেপিকে গোল তৃণমূল। তৃণমূল ভবনে একেবারে সাংবাদিক বৈঠক করে বিজেপি নেতা কর্নেল দীপ্তাংশু চৌধুরীকে ঘাস ফুলের পতাকা হাতে তুলে দিলেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি এতদিন বিজেপির কনভেনার সেলের দায়িত্বে ছিলেন। বিজেপি মনোভাবাপন্ন অর্থনিতিবীদ সুপর্ন মৈত্রও এদিন বিজেপিতে যোগদান করেন।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan