নেহা চক্রবর্তী :
সময়টা ছিল ১৯৮০সাল, ভারতীয় বায়ুসেনার অন্তর্ভূক্ত হল মিগ২৭ এমএল ওরফে বাহাদুর। এরপর ১৯৯০সালে তাকে আনা হল হাসিমারা সেনা ছাউনিতে। কিন্তু আজ থেকে আর আকাশে উড়বেনা বাহাদুর। গতকাল হাসিমারা ছাউনি থেকে সামান্য কিছু সময়ের জন্যে উড়ে ১৬টি মিগের এই সংস্করন। সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে আনা যুদ্ধবিমানটির ডানায় ছিল বিশেষ বৈশিষ্ট্য, ইঞ্জিনেও ছিল অন্যতম শক্তি। বোমা, রকেট, নিজস্ব প্রতিরক্ষা, ক্ষেপনাস্ত্র ছোড়া সবেতেই পারদর্শী এই বিমানটি ভারতীয় বায়ুসেনাতে তিন দশক কাটিয়েছে। সঙ্গে রয়েছে কার্গিল যুদ্ধ এবং বহু আন্তর্জাতিক মহড়ার স্মৃতিও। তবে মিগ ২৭ এমএল নানা সময়ে নান দূর্ঘটনারও শিকার হয়েছে। বড় কোন বির্তকের সাক্ষী না হলেও দূর্ঘটনার সংখ্যাও কম নয়। ১৬টি বিমান রয়েছে হাসিমারা সেনা ছাউনিতে। শুক্রবারের পর থেকে আর সচল থাকবে না সেগুলি।ধীরে ধীরে নষ্ট করে ফেলা হবে সেগুলিকে।