Breaking News
Home / TRENDING / রাতের কলকাতায় সর্তীর্থদের সঙ্গে বিরাট, হাজির নিজের রেস্তরাঁয়

রাতের কলকাতায় সর্তীর্থদের সঙ্গে বিরাট, হাজির নিজের রেস্তরাঁয়

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক-

রাতের শহরে পার্ক স্ট্রিটের রাস্তায় ঘুরে বেড়ালেন বিরাট কোহলি, ম্যাক্সওয়েল, ফ্যাফ ডু প্লেসিসরা। গল্প নয়, এটা সত্যিই। ক্যামেরাবন্দি সেই ছবিই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

হাইভোল্ডেজ ম্যাচে রোহিত শর্মার মুম্বইকে হারিয়ে আইপিএল ২০২৩ (IPL 2023) অভিযান শুরু করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB)। প্রথম জয়ে আত্মবিশ্বাসে ফুটছে গোটা দলে, এবার বিরাট কোহলিদের লক্ষ্য ইডেন গার্ডেন্সে কেকেআর বধ। যার জন্য চলছে জোর কদমে প্রস্তুতি। যদিও মঙ্গলবার সন্ধ্যেতে অনুশীলনে নামেননি কোহলি, যদিও তাকে অবশ্য পরে পাওয়া গেল অন্য জায়গায়। সতীর্থদের সঙ্গে নিয়ে তিনি সোজা চলে গিয়েছিলেন নিজের রেস্তরাঁয়।

ওয়ান এইট কমিউন (one8 Commune, Kolkata) , নামে পার্ক স্ট্রিট এলাকার এই রেস্তরাঁর মালিক কোহলি (Virat Kohli), তা তো সকলেরই জানা। সেই রেস্তরাঁতেই মঙ্গলবার রাতে ঢুঁ মারেন প্রাক্তন অধিনায়ক, তবে তিনি একা নন, সঙ্গে ছিলেন আরসিবি অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসিস, মহম্মদ সিরাজ, গ্লেন ম্যাক্সওয়েল-সহ অন্য সতীর্থরা। তাদের খাওয়ালেন রেস্তরাঁর সমস্ত স্পেশ্যাল ডিশ, সেই ছবিই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।

তারকারা ধরা দিয়েছেন ক্যাজুয়াল পোশাকে, মুখে চওড়া হাসি। বোঝাই যাচ্ছে, আইপিএল নিজেদের পারফরম্যান্স নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী তারা। আরসিবি আত্মবিশ্বাসের শিখরে থাকলেও বেশ চিন্তায় কেকেআর (KKR) শিবির। গোটা টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন অধিনায়ক শ্রেয়স আইয়ার। তার উপর শাকিব আল হাসানও খেলবেন না আইপিএলে, তাতে আবার অনিশ্চিত লিটন দাসও। ফলে প্রথম একাদশ বেশ নড়বড়ে নাইটদের। আবার প্রথম ম্যাচেই মুথ থুবড়ে পড়েছিল দল। তবে শোনা যাচ্ছে, বৃহস্পতিবারের ম্যাচে লকি ফার্গুসনকে পাবে কেকেআর, তিনি প্র্যাকটিসেও যোগ দিয়েছেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *