নীল বণিক
বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। আর সেই কথা মাথায় রেখেই এবারে গ্রামীণ বাংলার রাস্তা ঠিক করার লক্ষ্যে রাজ্য সরকার। ভোটের আগেই গ্রামীণ বাংলাতে আরো বেশি রাস্তা তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। বাংলার অর্থনৈতিক উন্নয়ন করতে হলে সবার আগে ভালো রাস্তার প্রয়োজন বলেও জানান অমিত মিত্র। পাশাপাশি তিনি জানান আগামী তিন বছরে রাজ্য সরকারের লক্ষ্য গ্রামীণ রাস্তা গুলিকে যতটা সম্ভব রাজ্য ও ন্যাশনাল হাইওয়ের সঙ্গে যুক্ত করা। তবে, টানা বর্ষণে উত্তর থেকে দক্ষিণ বঙ্গ, সব জায়গাতেই রাস্তার বেহাল দশা। বন্যার কারনে আপাতত এখন কাজ না হলেও বর্ষা শেষ হলেই কাজ শুরু হবে। তবে, রাজনৈতিক মহলের একাংশের বক্তব্য পঞ্চায়েত ভোটের আগে মানুষের মন জয় করতেই এই পন্থা বেছে নিয়েছে রাজ্য সরকার।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন