নীল বণিক
গোর্খাল্যান্ডের দাবিকে সামনে রেখেই রাজ্যের সঙ্গে আলোচনায় বসতে রাজি মোর্চা সুপ্রিমো বিমল গুরুঙ্গ। পাহাড় সমস্যা নিয়ে রাজ্যের সঙ্গে আলোচনার জন্য মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন বিমল গুরুঙ্গ। রাজ্য সরকারের হস্তক্ষেপ ছাড়া পাহাড়ের সমস্যা মিটবে না বলেও চিঠিতে জানিয়েছেন তিনি। রাজ্যের সঙ্গে জিটিএ চুক্তি করে পাহাড়ের মানুষের আশা প্রত্যাশা মেটেনি। পাহাড়ের মানুষের দুর্দশা নিয়ে অবিলম্বে রাজ্য সরকার হস্তক্ষেপ করুক বলেও দাবি করেন তিনি। শুধুমাত্র গোর্খাল্যান্ডের দাবি নয়, এছাড়াও কেবল টিভি পরিষেবা থেকে শুরু করে ইন্টারনেট পরিষেবা অবিলম্বে চালু করার দাবি জানিয়েছেন বিমল গুরুঙ্গ। তাঁর আরও দাবি পাহাড়ের সাম্প্রতিক মৃত্যুগুলো নিয়ে সিবিআই বা বিচারবিভাগীয় তদন্ত করাক রাজ্য সরকার। গোটা পাহাড় জুড়ে ফের খাদ্য ও অত্যাবশ্যক পণ্য সরবরাহ চালু করার কথা বলেন তিনি। এমনকী নিহত আন্দোলনকারীদের ক্ষতিপূরণেরও দাবি করেন মোর্চা সুপ্রিমো। তবে, মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়া পরই জল্পনা শুরু হয়েছে বিভিন্ন মহলে। গ্রেফতারি এড়াতেই কী রাজ্যের সঙ্গে আলোচনায় বসতে চলেছেন বিমল গুরুঙ্গ! না কী পুজোর আগে পাহাড় সচল রাখতেই এই উদ্যোগ নিলেন মোর্চা সুপ্রিমো!
তবে কারণ যাই হোক না কেন আলোচনার মাধ্যমে কী পাহাড়ে শান্তি ফিরিয়ে আনা সম্ভব! সেটাই এখন লাখ টাকার প্রশ্ন।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন