নীল বণিক
জিএসটির সুফল নাকি কুফল তাই নিয়েই এবার কেন্দ্র-রাজ্য তরজা। কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুন জেটলিকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। কেন্দ্রীয় সরকারের দাবি জিএসটি চালু হওয়ার পরে ঘুরে দাঁড়াচ্ছে দেশের অর্থনৈতিক ব্যবস্থা। তবে কেন্দ্রীয় সরকারের এই দাবিকে চ্যালেঞ্জ জানিয়ে অমিত মিত্র এদিন বলেন, “জিএসটির সুফল নিয়ে কেন্দ্রীয় সরকার শ্বেতপত্র প্রকাশ করুক। তাহলেই বুঝব কেন্দ্রীয় সরকারের দাবি।”
জিএসটি চালু হওয়ার পর রাজ্যের ছোট ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসা মার খাচ্ছে। যার ফলে চলতি বছরে সারা দেশে কর্মসংস্থানও কমবে বলেও এদিন দাবি করেন অমিত মিত্র। কেন্দ্রীয় সরকারের একগুঁয়েমি মনোভাবে আতঙ্কিত শিল্পপতিরা। তাই তারা জিএসটি নিয়ে মুখ খুলতে ভয় পাচ্ছেন বলে বণিকসভার এক অনুষ্ঠানে জানান অমিত।
সেই সঙ্গে বণিক সভার অনুষ্ঠানে আগত শিল্পপতিদের অমিত মিত্র বলেন, “আপনারা এবার জিএসটির কুফল নিয়ে সরব হন। পাশাপাশি কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুন জেটলিকে অমিত মিত্রের পরামর্শ, অবিলম্বে জিএসটির খারাপ দিক গুলি চিহ্নিত করে তার ব্যবস্থা নিক কেন্দ্র।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan