দেবক বন্দ্যোপাধ্যায়
নীল বণিক :
তৃণমূলের প্রাক্তন বিধায়ক মঞ্জু বসু দেখা করলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গে। বৈঠকে ছিলেন মুকুল রায়ও। বৃহস্পতিবার সন্ধ্যার এই সাক্ষাত মঞ্জুর বিজেপি যোগের খবরকে অনেকটা মান্যতা দিল। তাঁর যোগদান নিয়ে জল্পনা চলছিলই। এদিনের সাক্ষাত আর বিষয়টিকে জল্পনার পর্যায়ে আটকে রাখল না। তাঁর বিজেপিতে যোগদান এখন সময়ের অপেক্ষা বলেই মনে করছে রাজনৈতিক মহল।
প্রসঙ্গত বৃহস্পতিবার রাজ্যের শাসক দলের প্রাক্তন বিধায়ক মঞ্জু বসু বিজেপিতে যোগদান করছেন বলে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়। সেই জল্পনা উস্কে দিয়ে বৃহস্পতিবার বিকেলেই মুকুল রায় বলেন, “শুধুমাত্র একজন না, তৃণমূলের সব বিধায়ক সব সাংসদরাই বিজেপিতে যোগদান করবেন। সাংবাদিকরা শুধু ধৈর্য ধরুন। অাগামী দিনে অাপনারা সব দেখতে পাবেন।” মঞ্জু বসুর দলে যোগদান নিয়ে এদিন জল্পনা জিইয়ে রেখেছিলেন বিজেপির রাজ্য সভাপতিও। তিনি জানান, “বিজেপিতে যোগদানের তালিকা অনেক বৃহৎ।” সূত্রের খবর নোয়াপাড়াতে তৃণমূলের প্রার্থী না হতে পেরে মঞ্জু বসু বিজেপির সঙ্গে যোগাযোগ শুরু করেন। এমনকি তাঁর সঙ্গে এর আগেও মুকুল রায়ের কথা হয়েছে বলে খবর।