দেবক বন্দ্যোপাধ্যায় :
উলুবেড়িয়ায় বড় চমক দিতে বৃহস্পতিবার রাতে মুম্বাইয়ের উড়ান ধরলেন কৈলাস বিজয়বর্গীয় আর মুকুল রায়।
সিনেমার শহর মুম্বাইতে কেন? রুপালি পর্দার কোনও নায়ক নায়িকাকে ধরে আনবেন নাকি উলুবেড়িয়ায় সুলতান- জায়ার বিরুদ্ধে লড়াই করতে? বিজেপির শীর্ষ সুত্রের খবর পর্দার কুশীলব নয় বরং উলুবেড়িয়ার জন্য বিজেপির পছন্দ পর্দার আড়ালের এক নামী শিল্পীকে। বলিউডে প্রতিষ্ঠিত বাঙালি গায়ক। বাঙালি হলেও জন্ম উত্তরপ্রদেশের কানপুরে। তাঁর বাড়ির দুর্গাপুজো মিডিয়ার জন্য প্রতিবার পুজোতে ঝুড়ি ঝুড়ি টিআরপি এনে দেয়। সুগায়ক। বহু জনপ্রিয় গান তিনি গেয়েছেন। ইন্ডাস্ট্রিতে তাঁর প্রতিপত্তিও কম নয়। স্পষ্ট কথা বলতে ভালবাসেন। তবে তাঁর স্পষ্ট কথা অনেক সময় কষ্টেরও কারণ হয়।
এতক্ষণে আর কারও বুঝতে অসুবিধা নেই, যাঁর সঙ্গে দেখা করতে যেতো বিজয়বর্গীয় ও মুকুল প্লেন ধরলেন তিনি অভিজিৎ। অভিজিৎ ভট্টাচার্য। বাবুল সুপ্রিয়র পর বঙ্গে মোদির গায়ক বাজিগর অভিজিতই। শুক্রবারই তাঁর সঙ্গে কথা বলবেন মুকুল ও বিজয়বর্গীয়। বিজেপি সুত্রের খবর অভিজিৎকে প্রার্থী করতে আগ্রহী মোদী-অমিত জুটিও।
সবকিছু ঠিকঠাক চললে খুব শীঘ্র অভিজিতের নাম উলুবেড়িয়ার বিজেপি প্রার্থী হিসেবে ঘোষিত হবে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan