ওয়েব ডেস্ক
রাজনীতিতে পরিবারতন্ত্র ‘অসভ্যতা’, এমনই মন্তব্য করলেন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু। এদিন একটি বই-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসে উপরাষ্ট্রপতি রাজনীতিতে পরিবারতন্ত্র নিয়ে আরও বলেন যে, ‘‘বেশ কয়েকদিন ধরেই পরিবারতন্ত্র নিয়ে কিছু আলোচনা চলছে। কিন্তু পরিবারতন্ত্র আর রাজনীতি দুটো একেবারেই আলাদা বিষয়। খুবই সোজা, এগুলো আমাদের পদ্ধতিকে দুর্বল করে দিচ্ছে।’’
বেঙ্কাইয়া নাইডু যে এখন কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব নন, সেকথাও মনে করিয়ে দেন তিনি। এমনকি কোনও রাজনৈতিক দলের হয়েও তিনি একথা বলছেন বলেও জানান।
উল্লেখ্য, কয়েকদিন আগেই ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি আলোচনা সভায় বক্তব্য রাখেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী। বক্তব্য রাখতে গিয়েই তিনি রাজনীতিতে পরিবার তন্ত্র নিয়ে জোরালো সওয়াল করেন। রাহুলের এই বক্তব্যকে সমর্থন জানিয়েছেন অখিলেশ যাদবও।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan