ওয়েব ডেস্ক
গাড়ি কেনার ক্ষমতা থাকলে কেন পেট্রোলের দাম দিতে অসুবিধা হবে? পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি প্রসঙ্গে এভাবেই জবাব দিলেন কেন্দ্রীয় মন্ত্রী আলফানসো কান্নাথানাম। কিছু মানুষের গাড়ি বা মোটরবাইক রয়েছে, তার ফলেই বোঝা যায় তাঁরা অনাহারে নেই। তাদের ক্ষমতা রয়েছে এবং সেই কারণেই তাদের এই মূল্য দিতে হবে বলেও জানান তিনি।
পাশাপাশি তিনি জানান, গ্রামের মানুষের উন্নয়নের জন্য এই সরকার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। প্রত্যেক গ্রামে ইলেকট্রিক পৌঁছে দেওয়ার লক্ষ্যেই রয়েছেন তাঁরা। এমনকি প্রতেক গ্রামে পাকা বাড়ি, শৌচালয় তৈরি করে দেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছেন। যার জন্য অনেক টাকার দরকার বলেও জানান তিনি।
গরীবদের একটা সম্মানজনক জীবন দেওয়ার জন্যই সরকার কর আরোপ করছেন। সেই কারণেই যাদের কর দেওয়ার মতো ক্ষমতা রয়েছে ঠিক তাঁদের কাছ থেকেই কর আদায় করা হচ্ছে বলেও জানান কেন্দ্রীয় মন্ত্রী।
পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে অনেকেই সরব হয়েছেন। সরকারের কড়া সমালোচনাও করেছেন। সেই সমালোচকদের এদিন একহাত নিলেন কেন্দ্রীয় মন্ত্রী।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan