দেবক বন্দ্যোপাধ্যায় প্রসেনজিৎ ধর :
পুজোর আগে তৃণমূলে নতুন ট্রেন্ড! সাধারণ মানুষকে অপমান করার সিরিজ শুরু হয়ে গেল তৃণমূলে!
তিনি যে রাজ্যের মন্ত্রী সেই রাজ্যেরই একজন অতি সাধারণ বাঙালি পরিবারকে চুড়ান্ত অসম্মান করলেন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। যা শুনে বিজেপি বলছে, যেমন মা তেমন ছা! এতে আর আশ্চর্য হওয়ার কী আছে?
দু’দিন আগে কাশীপুরে দলীয় এক কর্মীর বাড়িতে গিয়ে মধ্যাহ্নভোজন সারেন বিজেপি সভাপতি। এই বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে, শণিবার রাজীব বলেন,”পাঁচতারা হোটেল থেকে খাবার আনিয়ে দলিতদের বাড়িতে বসে খেয়ে রাজনীতি করছে বিজেপি।” কাশীপুর লকগেটে বিজেপি কর্মী মানস সেনের বাড়িতে সেদিন আতিথ্য গ্রহন করেছিলেন অমিত। শ্রীমতি সেন অমিতের জন্য নিজের হাতে রান্না করেছিলেন সাদামাটা বাঙালি পদ। ডাল, ঝিঙ্গে-আলুপোস্তর মত কয়েকটি পদ সকাল থেকে আন্তরিকতার সঙ্গে রান্না করেছিলেন তিনি। এত কিছুর পর শুধুমাত্র ক্ষুদ্র দলীয় রাজনীতির কারণে কেন তাঁদের এভাবে অপমানিত হতে হল তা বুঝে উঠতে পারছে না সেন পরিবার। রাজ্য বিজেপির সহসভাপতি ডা. সুভাষ সরকার রবিবার বলেন, “তৃণমূলে এটাই সংস্কৃতি। মন্ত্রী মশাইও সংস্কৃতির বাইরে যাননি। মুখ্যমন্ত্রী মানুষকে অসম্মান করে কথা বলছেন, তাঁকে অনুসরণ করে সেচমন্ত্রী তো বলবেনই।”
সম্প্রতি মুখ্যমন্ত্রী রাজ্য সরকারি কর্মচারীদের ডি.এ ঘোষণা করতে গিয়ে বলেন, আর ঘেউ ঘেউ করবেন না। এই নিয়ে ইতিমধ্যেই রাজ্য জুড়ে সমালোচনার ঝড় উঠেছে। সোশ্যাল মিডিয়াতেও চলছে মুখ্যমন্ত্রীর বক্তব্যের বিরোধিতা। এইরকম আবহের মধ্যে, সাধারণ মানুষকে ‘অপমান’ করার ধারাবাহিকতাকে আর এক ধাপ এগিয়ে নিয়ে গেলেন রাজীব। এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউবচ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
আরও পড়ুন :-
আপনাদের ভালো থাকার উপায় নিয়ে এল স্কিন ও হেয়ার স্পেশালিস্ট ড: দিপঙ্কর পোদ্দার, দেখুন ভিডিও