নিজস্ব সংবাদদাতা
দেশের অনেক মাদ্রাসায় সন্ত্রাসবাদ ও বোমা তৈরির প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
কোনও কোনও মাদ্রাসার বিরুদ্ধে এর আগেও এমন অভিযোগ উঠেছে। তবে এবার বিষয়টিতে অন্য মাত্রা যোগ হয়েছে! মাদ্রাসা সম্পর্কে এমন অভিযোগ এনে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন উত্তরপ্রদেশের শিয়া ওয়াকফ বোর্ডের সভাপতি ওয়াসিম রিজভী।
প্রধানমন্ত্রীকে পাঠান চিঠিতে তিনি বলেন যে, দেশের অনেক মাদ্রাসায় সন্ত্রাসবাদ ও বোমা তৈরির প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। অনেক মাদ্রাসা আবার সৌদি আরবের টাকায় চলে বলেও চিঠিতে লিখেছেন তিনি। তিনি আরও জানিয়েছেন, ছাত্ররা সন্ত্রাসের দিকে যাচ্ছে কারণ তাদের যথাযথ শিক্ষা দেওয়া হচ্ছে না। পশ্চিমবঙ্গের শিমুলি ও লালগোলায় অবস্থিত মাদ্রাসাতে বোমা তৈরির কাজে মেয়েদের নিযুক্ত করা হয় বলেও চিঠিতে উল্লেখ করেছেন রিজভী। তিনি আরও লিখেছেন, ভারতে অনেক মাদ্রাসা চলছে পাকিস্তান ও বাংলাদেশের টাকায়। কিছু সন্ত্রাসী সংগঠন এই মাদ্রাসার তহবিল সংগ্রহ করে। তিনি সরকারের কাছে আবেদন করেছেন যে সব মাদ্রাসা অবৈধভাবে চলছে তা বন্ধ করা হোক। উল্লেখযোগ্য ভাবে রিজভীর এই চিঠি সামনে আসতেই আসাদুদ্দিন ওয়েসি ময়দানে নেমে পড়েছেন। রিজভীকে জোকার এবং সুবিধাবাদী বলে আখ্যা দিয়েছেন তিনি। তাঁর চিঠিকে চ্যালেঞ্জ করে তাঁর সমস্ত দাবীকে প্রমান করতে বলেছেন ওয়েসি।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan