নিজস্ব প্রতিনিধি:
উত্তমকুমার বাংলা-হিন্দি মিলিয়ে ২১৭টি ছবি করেছিলেন।
পরিচালনা করেছিলেন– শুধু একটি বছর, বনপলাশীর পদাবলী, কলঙ্কিনী কঙ্কাবতী।
সুরকার ছিলেন– কাল তুমি আলেয়া এবং সব্যসাচীর।
প্রযোজনা করেন– হারানো সুর, সপ্তপদী, ভ্রান্তিবিলাস, গৃহদাহ, উত্তরফাল্গুনী, জতুগৃহ এবং হিন্দি ছবি ছোটি সি মুলাকাত।
দ্বৈত ভূমিকা– তাসের ঘর, ভ্রান্তিবিলাস, ঝিন্দের বন্দি, দুটি মন, রাজবংশ, বন্দি।
পুরস্কার– ভারত সরকার সেরা অভিনেতার পুরস্কার চালু করলেন। প্রথম পেলেন উত্তমকুমার। সেইসময় দেওয়া হত ‘ভরত’ পুরস্কার। পেয়েছিলেন ‘চিড়িয়াখানা’ এবং ‘আন্টনি ফিরিঙ্গি’র জন্য। বিএফজেএ পেয়েছিলেন একাধিকবার।
অভিনয়জীবনের টার্নিং পয়েন্ট– ‘বসু পরিবার’। তিনি বলেছিলেন, ‘বসু পরিবার’-এর সঙ্গে সঙ্গেই মুক্তি পেয়েছিল আমার অভিনয় করার বন্দিসত্তা।’
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন