নীল বণিক
দলের জোনাল ইনচার্জদের পড়া ধরলেন বিজেপির কেন্দ্রীয় নেতা শিবপ্রকাশ!
বৃহস্পতিবার রাতে রাজ্য বিজেপির সদর দফতরে জোনাল ইনচার্জদের নিয়ে বৈঠকে বসেন শিবপ্রকাশ। তাছাড়াও এই বৈঠকে উপস্থিত ছিলেন দলের জোনাল পর্যবেক্ষকরাও। জোনাল ইনচার্জরা প্রত্যেকে ৬ টি করে লোকসভার দায়িত্বে থাকেন। তাঁদের কাছ থেকে প্রত্যেক লোকসভা আসনের বিস্তারিত খোঁজ নিয়েছেন শিবপ্রকাশ। বৈঠকের সময় যত এগিয়েছে, ততই অস্বস্তিতে পড়েছেন জোনাল ইনচার্জরা। তার মধ্যে শিবপ্রকাশের প্রশ্নের উত্তর দিতে সব থেকে বেশি বিব্রত দেখিয়েছে পর্যবেক্ষকদের। বীরভূমের ইনচার্জকে বিরক্ত শিবপ্রকাশ জানিয়ে দেন, লড়াই করতে না পারলে দায়িত্ব ছেড়ে দিন। তারপরেই শিবপ্রকাশ সবাইকে হুঁশিয়ারি দিয়ে বলেন, সব কোন্দল মিটিয়ে কাজ করতে হবে। সবাইকে ২০১৯ পর্যন্ত মাটি কামড়ে পড়ে থাকতে হবে বলে জানান শিবপ্রকাশ।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan