চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
কাশ্মীরে দুই ভিন রাজ্যের দুই শ্রমিককে গুলি করে হত্যা করল জঙ্গিরা। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে। কাশ্মীর পুলিশের পক্ষ থেকে টুইটে জানানো এ কথা জানানো হয়। তাঁদের টুইটার অ্যাকাউন্টে লেখা হয়েছে, রবিবার সন্ধ্যায় কুলগামের ওয়ানপোহ এলাকায় ঘটনাটি ঘটে। আচমকাই ভিনরাজ্যের শ্রমিকদের লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করে জঙ্গিরা। তাতেই দু’জনের মৃত্যু হয়। গুরুতর আহত হন আরও একজন। এরপরই পালিয়ে যায় জঙ্গিরা। ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী এবং সেনা জওয়ানরা। গোটা এলাকাটি নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। জঙ্গিদের খোঁজে চলছে চিরুনি তল্লাশি।
শনিবার জোড়া দুঃসংবাদ মিলেছিল ভূস্বর্গ থেকে। শ্রীনগরে জঙ্গিদের গুলিতে প্রাণ হারিয়েছিলেন এক আম নাগরিক। পুলওয়ামাতেও জঙ্গিহানায় গুরুতর জখম হয়েছেন আরও এক ভিনরাজ্যের শ্রমিক। এদিকে দু’দিন ধরে নিখোঁজ থাকার পর পুঞ্চ সেক্টর থেকে দুই সেনার দেহ উদ্ধার হয়। এর মধ্যেই অবশ্য ভিনরাজ্যের শ্রমিকদের জন্য বিশেষ বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। তাতে উপত্যকার বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা শ্রমিকদের একত্রিত করেছে ভারতীয় সেনা। সিএপিএফ কিংবা পুলিশ স্টেশনের কাছাকাছি কোনও স্থানে তাঁদের রাখতে জরুরিভিত্তিতে নির্দেশ দেওয়া হয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news