Breaking News
Home / TRENDING / বিচ্ছিন্ন দুই বঙ্গ, বিপর্যস্ত জনজী‌বন

বিচ্ছিন্ন দুই বঙ্গ, বিপর্যস্ত জনজী‌বন

মধুকল্পিতা চৌধুরী  

রাস্তার ওপর দিয়ে বইছে জল। যেদিকেই তাকানো যায় শুধুই জল আর জল। ভারী বৃষ্টির জেরে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলির চিত্র আপাতাত এটাই। ভারী বৃষ্টিতে জলমগ্ন দুই দিনাজপুর, মালদা সহ শিলিগুড়ি, জলপাইগুড়ির বেশ কয়েকটি এলাকা। বৃষ্টিতে জলমগ্ন বিহারের একাধিক স্টেশনও। জলমগ্ন কিষাণগঞ্জ, তেলদা, ‌বারসই সহ কাটিহার ডিভিশনের বেশ কয়েকটি স্টেশন। উল্লেখ্য, উত্তর ও দক্ষিণবঙ্গের রেলপথে যাতায়তের এটাই একমাত্র রাস্তা। বর্তমানে তা জলের তলায় চলে যাওয়ায় উত্তর ও দক্ষিণবঙ্গের রেলপথে যোগাযোগ আপাতত বিচ্ছিন্ন।

শিয়ালদহ থেকে হাওড়াগামী আপ ও ডাউন প্রায় সব ট্রেনই বাতিল করা হয়েছে। এনজিপি স্টেশন মাস্টার জানান, পরিস্থিতির অবনতি হওয়ায় কবে থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হবে সে বিষয়ে নিশ্চিত করেই কিছুই বলা যাচ্ছে না। ফলে, আলিপুরদুয়ার, নিউ কোচবিহার, নিউ জলপাইগুড়ির মতো স্টেশনগুলি বর্তমানে রেলযাত্রীদের ঠিকানা হয়ে পড়েছে। স্টেশন চত্বরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দূরপাল্লার রেলযাত্রীরা। অপরদিকে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় বন্যা পরিস্থিতির ধীরে ধীরে অবনতি হচ্ছে। উত্তর দিনাজপুরের চোপড়া, ইসলামপুর সহ বেশ কয়েকটি এলাকা জলের ত‌লায়। ৩১ ও ৩৪ নম্বর জাতীয় সড়কে প্রায় কোমর জল থাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে পড়েছে। ফলত উত্তর‌বঙ্গ থেকে দক্ষিণবঙ্গে সড়কপথেও যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। মালদার কালিয়াচকে নতুন করে গঙ্গায় ভাঙন শুরু হয়েছে।

বিপদসীমার ওপর দিয়ে বইছে মহানন্দা নদী। জলমগ্ন মালদা জেলার বেশ কয়েকটি ওয়ার্ড। দক্ষিণ দিনাজপুরের চিত্রটাও ঠিক একইরকমের। গঙ্গারামপুর, বালুরঘাট, হরিরামপুরে জলবন্দি সাধারণ মানুষ। বেশ কয়েকটি ওয়ার্ডে এলাকার মানুষকে উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। অপরদিকে, সিউড়ির তিলপাড়া ব্যারেজ থেকে নতুন করে জল ছাড়ায় জলবন্দি হয়ে পড়েছে বীরভূমের প্রায় ১৫টি গ্রাম।

 

লাইক শেয়ার ও মন্তব্য করুন

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Spread the love

Check Also

চোরেদের মন্ত্রীসভা… কেন বলেছিলেন বাঙালিয়ানার প্রতীক

ডঃ অরিন্দম বিশ্বাস : আজ বাংলার এবং বাঙালির রাজনীতির এক মহিরুহ চলে গেলেন। শ্রী বুদ্ধদেব …

আদবানি-সখ্যে সংকোচহীন ছিলেন বুদ্ধ

জয়ন্ত ঘোষাল : লালকৃষ্ণ আদবানির বাড়িতে বুদ্ধদেব ভট্টাচার্য মধ্যাহ্ন ভোজে আসবেন। বাঙালি অতিথির আপ্যায়নে আদবানি-জায়া …

নির্মলার কোনও অর্থনৈতিক চিন্তা-ভাবনা নেই

সুমন ভট্টাচার্য এবারের বাজেটটা না গরিবের না মধ্যবিত্তের না ব্যবসায়ীদের কাউকে খুশি করতে পারলো। দেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *