মধুকল্পিতা চৌধুরী
গাফিলতি-দুর্নীতি না দালাল চক্র, গোরক্ষপুরের সিলিন্ডার রহস্য উদ্ঘাটনে উঠে আসছে একের-পর-এক চাঞ্চল্যকর তথ্য। যেখানে উঁকি মারছে, হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি, দুর্নীতি, দালাল চক্রের মতো চাঞ্চল্যকর তথ্য। সূত্রের খবর, উত্তরপ্রদেশ সরকারের তরফে অক্সিজেন সরবরাহকারী সংস্থাটিকে টাকা দেওয়ার জন্য চেক অনেক আগেই পাঠানো হয়। কিন্তু সেই চেক হাসপাতাল কর্তৃপক্ষ দেয়নি ওই সংস্থাটিকে। কেন দেয়নি সেই চেক? সেই তথ্য অবশ্য এখনও অধরা। তবে, পাওয়া গিয়েছে চেক নেপথ্যের কাহিনী। সূত্রের খবর, পুষ্পা সেলস অক্সিজেন সরবরাহকারী সংস্থাটির মালিকের সঙ্গে হাসপাতাল কর্তপক্ষের বিবাদ চলছিল বেশ কিছুদিন ধরেই। টাকা না মিটালে অক্সিজেন সরবরাহ বন্ধ করে দেওয়ার হুমকি দেয় পুষ্পা সেলস সংস্থাটি। একটি রিপোর্ট মারফৎ জানা গিয়েছে, ওই সংস্থাটি হাসপাতাল কর্তৃপক্ষকে গত ১ অগাস্ট একটি চিঠিতে জানায়, বিনে পয়সায় কোনও ভাবেই আর সিলিন্ডার দেওয়া যাবে না। এবারে আর কোনও ঝুঁকি নিতে চায়নি সংস্থাটি। সরাসরি উত্তরপ্রদেশের স্বাস্থ্যমন্ত্রীর কাছেও একটি চিঠি পাঠায় সংস্থাটি। তৎপর হয় উত্তরপ্রদেশ সরকারও। ৫ই অগাস্ট ওই কোম্পানিকে চেক দেওয়ার জন্য হাসপাতালে চেকও পাঠিয়ে দেওয়া হয় সরকারের তরফে। প্রশ্ন এখানেই, চেক পাঠানোর পরও কেন হাত গুটিয়ে বসেছিলেন হাসপাতাল কর্তৃপক্ষ? এতগুলো শিশুর ভবিষ্যৎ নিয়ে কেন খেলা করল তাঁরা? এর পিছনে কী রয়েছে দালাল চক্র না কি অন্য কোনও রহস্য! সেই রহস্য উদ্ঘাটনে আপাতত আসরে নেমেছেন উত্তরপ্রদেশের মুখ্যসচিব রাজীব কুমার। আগামী ১৯ অগাস্টের মধ্যে তদন্ত রিপোর্ট তিনি মুখ্যমন্ত্রীর কাছে পেশ করবেন।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন