নিজস্ব সংবাদদাতা
ত্রিপুরা বিধানসভা নির্বাচনে বিকেল ৪টে পর্যন্ত ৭৪% ভোট পড়েছে। রবিবার ৬০টি সিটের জন্য ৩২১৪টি পোলিং বুথে ভোটগ্রহণ হয়। কয়েকটি বুথে ইভিএম মেশিন খারাপ হয়ে যাওয়ায় কিছুক্ষণের জন্য ভোটগ্রহণ বন্ধ থাকে। ভোটের আগে রাজ্যে তল্লাশি চালিয়ে ১.৭৩ কোটি টাকার মাদক ও মদের বোতল উদ্ধার করা হয়েছে। তবে সবমিলিয়ে শান্তিপূর্ণই ছিল নির্বাচন জানিয়েছেন ত্রিপুরার মুখ্য নির্বাচনী আধিকারিক শ্রীরাম তরনীকান্তি। চারিলাম বিধানসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী রমেন্দ্র নারায়ণ দেববর্মার আকস্মিক মৃত্যুতে রবিবার এখানে ভোট হচ্ছে না। ১২মার্চ এই কেন্দ্রে ভোটগ্রহণ হবে। এদিকে এবারের ভোটে বামফ্রন্ট ও বিজেপির একে ওপরের বিরুদ্ধে লড়ছে। ত্রিপুরায় ২৫ বছরের মানিক দুর্গ ভাঙতে আইপিএফটি-বিজেপি জোট আশাবাদী। বিজেপির ত্রিপুরা শাখার সম্পাদক বিপ্লব কুমার দেব জানিয়েছেন এবছর ত্রিপুরায় ঐতিহাসিক ফল করবে বিজেপি। ৩মার্চ ভোটের ফল ঘোষণা করা হবে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news