চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
গত ২৮ শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীতে মুজিবর ইসলাম মজুমদারের বাড়িতে এক কর্মসূচির আয়োজন করা হয়েছিল।
সেই দিন বিজেপি আশ্রিত দুর্বৃত্তরা তাঁর বাড়িতে চড়াও হয় বলে অভিযোগ। মুজিবর সহ ৩ জন তৃণমূল কর্মী ও তাঁর পরিবারের সদস্যরা আক্রান্ত হন বলে খবর। মুজিবর ইসলাম মজুমদার এবং ছাত্রনেতা শুভঙ্কর মজুমদার, দুজনকে এসএসকেএম হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়।
শুভঙ্কর মজুমদার সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন। আঘাত এতটাই গুরুতর ছিল যে মুজিবর ইসলাম মজুমদার কে বাঁচানো গেল না বলে হাসপাতাল সূত্রের খবর।