নিজস্ব সংবাদদাতা :
তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া ৬ জন বিধায়কের মধ্যে আপাতত সম্ভাব্য মন্ত্রীর তালিকায় রয়েছেন ৪ জন। এর মধ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রায় বর্মণের পুত্র সুদীপ বর্মণ সম্ভাব্য পিডব্লুডি মন্ত্রী।আশিস সাহা পেতে পারেন নগরোন্নয়ন। প্রাণজিৎ সিংহরায় কৃষি এবং বিশ্ববন্ধু সেন দমকল।
কংগ্রেস থেকে আসা রতনলাল নাথ পেতে পারেন অর্থ দফতর।
ডঃ দিলীপ দাস পেতে পারেন স্বাস্থ্য দফতর। রামপদ জামটিয়া সম্ভাব্য আদিবাসী উন্নয়ন মন্ত্রী, এনসি দেববর্মা সম্ভাব্য খাদ্যমন্ত্রী, ডিসি হৃঙ্খল সম্ভাব্য বনমন্ত্রী।
মেভের কুমার জামটিয়া পেতে পারেন কারাগার। সুভাষ চন্দ্র দাস পেতে পারেন মৎস্য দফতর। সমাজ শিক্ষা দফতরের দায়িত্ব পেতে পারেন তালিকার একমাত্র মহিলা সদস্য কল্যাণী রায়।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan