দেবক বন্দ্যোপাধ্যায় :
মোদি বলেছেন ‘মানিক’ বদলে এবার হীরা আনবেন ত্রিপুরায়। মাণিক্য রাজার দেশে এবার বিজেপির ‘চল পাল্টাই’ স্লোগান এতটাই জনপ্রিয় হয়েছে যে ইতিমধ্যেই বিজয়োৎসবের প্রস্তুতি নিতে শুরু করেছে ত্রিপুরা বিজেপি।
মূলতঃ যাঁদের বিজেপি যোগে এবার ত্রিপুরেশ্বরীর কৃপা পাওয়া যাবে বলে বুক বাঁধছে বিজেপি সেই সুদীপ বর্মনরা বিগত অনেকগুলি ভোটেও নিশ্চিত ছিলেন তাঁরা জিতবেন! বিজয়োৎসবের প্রস্তুতি আগেও নিয়েছিলেন তাঁরা। হলে কী হবে শেষ হাসি হেসেছিলেন সেই দারিদ্র্যখ্যাত মানিক সরকারই! তবে এবারের পরিস্থিতিটা ভিন্ন বলেই মনে করছেন সুদীপ বর্মনরা। এর আগে কংগ্রেসের টিকিটে লড়ার সময় তাঁদের লড়াকু মনোভাবের কোনও খামতি ছিল বলে তাঁরা মনে করেন না। বরং ত্রিপুরা নিয়ে কংগ্রেসই কোনওদিন সিরিয়াস ছিল না বলে তাঁদের ধারণা। লড়াইয়ের মত লড়াই করার জন্যে তাঁরা তৃণমূলে যোগ দিয়েছিলেন। কিন্তু সেখানেও তাঁদের হতাশ হতে হয়! তাঁদের মতে মানিককে হারানোর কোনও অভিপ্রায়ই মমতার কোনওদিন ছিল না। শুধুমাত্র ভোট শতাংশ বাড়িয়ে জাতীয় দলের স্বীকৃতি পেতেই মমতা ত্রিপুরায় দল করেছিলেন। বিজেপিতে যোগ দিয়ে তাঁরা প্রথমবার মানিকের বিরুদ্ধে লড়াইয়ের মত লড়াই দিতে পেরেছেন। এবার পালা বদল হবেই।
বিজয়োৎসব তো বটেই এমনকি বিজয় মিছিলে পরার জন্যে জয় শ্রীরাম লেখা গেরুয়া টি-শার্টও তৈরি হয়ে গেছে। এমনকি খোঁজ করলে নাকি কলকাতাতেও পাওয়া যাচ্ছে আগরতলার টি-শার্ট।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan