নীল বণিক :
পঞ্চায়েত ভোটের আগে শাসকের চিন্তা বাড়ালেন মুকুল রায়।
কয়েকদিন আগেই দলের সদর দফতরে বসে আভাসটা দিয়েছিলেন তিনি। বলেছিলেন, উত্তর থেকে দক্ষিণ সব প্রান্তেই শাসকের সংগঠনে থাবা বসাবেন। রবিবার কি সূচনা করলেন মুকুল! খাদ্যমন্ত্রী জোতিপ্রিয় মল্লিকের খাস তালুকে হানা দিলেন তিনি।
উত্তর ২৪ পরগনার, বনগাঁর দাপুটে নেতা সুব্রত পালের হাতে এদিন বিজেপির পতাকা তুলে দেন মুকুল। সুব্রতর সঙ্গে বহু তৃণমূলকর্মীও এদিন যোগ দিলেন বিজেপিতে। আবার মালদা জেলার নেতা অভিজিৎ সেনগুপ্তের নেতৃত্বেও প্রায় ২০০ তৃণমূলকর্মী এদিন বিজেপিতে যোগদান করেন।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan