নীল বণিক :
মুকুলের মগজাস্ত্রেই মানিক বধের ছক কষেছিল বিজেপি। সিপিএমের রিগিং সম্পর্কে মুকুল রায় ওয়াকিবহাল। তাই মানিক সরকারের রাজ্যে বাম ক্যাডারদের আটকাতে মুকুল রায়ের কৌশলের উপরে ভরসা রেখেছিলেন দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। সূত্রের খবর, ত্রিপুরায় বর্ডার সিল করতে প্রথম থেকেই উঠে পড়ে লেগেছিলেন মুকুল। আগরতলায় বসেই এক আইপিএস অফিসারকে দিয়ে পুরো বাংলাদেশ বর্ডার সিল করান চাণক্য। মমতার রাজ্যে ব্রাত্য ওই আইপিএস অফিসার আপাতত কলকাতা ছেড়ে ইন্দ-তিব্বত বাহিনীর প্রধান হিসেবে রয়েছেন। ইন্দ-তিব্বত ফোর্সের জওয়ানরাই ত্রিপুরায় বুথের পাহারার দায়িত্বে ছিলেন। কলকাতা পুলিশের এক সময়ের শীর্ষে থাকা এই আইপিএসের সঙ্গে মুকুল রায়ের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। সেই সম্পর্কের রসায়ন কাজে লাগিয়েছেন মুকুল। তাই মানিকের ভোট মেশিনারি আটকে এই মুহূর্তে দলের ভিতর নায়ক মুকুলই।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustanhttps:
//www.facebook.com/channelhindustan