নিজস্ব প্রতিনিধি :
ত্রিপুরা জয়ে উচ্ছাসে ভাসলেন রাজ্য বিজেপির কর্মীরা। বাম দূর্গে পতন ঘটলে, এ রাজ্যে কেন ব্যাতিক্রম হবে! দলের রাজ্য সদর দফতরে নিচু তলার কর্মীদের থেকে এই প্রশ্নই ধেয়ে অাসল রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের কাছে। দলের কর্মীদের এমন প্রশ্নে দিলীপ ঘোষ জানান, “অবশ্যই মমতার রাজ্যেও পদ্ম ফুটবে। তৃণমূল কংগ্রেস সবরকম সন্ত্রাস করে পঞ্চায়েত ভোটে বিজেপিকে রোখার চেষ্টা করবে। আপনারা শুধু তৃণমূলের সন্ত্রাস রুখে মানুষকে বুথমুখী করুন। তাহলেই দেখবেন ত্রিপুরার প্রতিচ্ছবি মমতার রাজ্যেও দেখা যাবে।” শাসক দলের নেতাদের হুঁশিয়ারি দিয়ে দিলীপ ঘোষ জানান, আর বেশি দুর নেই। তৃণমূল নেতারা তৈরি হোন, এরাজ্যেও মোদি-অমিত শাহ জুটি আসছে।” ত্রিপুরা নির্বাচনের ফলে সকাল থেকেই রাজ্য বিজেপির সদর দফতরে কর্মীরা জড়ো হতে শুরু করেন। গেরুয়া আবীর মাখিয়ে জয়কে উপভোগ করেন রাজ্য বিজেপির কর্মীরা। জয়ের আনন্দে মেতে ওঠেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ, মুকুল রায় সহ অন্যান্য নেতারা। দিলীপ ঘোষকে মিষ্টি মুখ করান মুকুল রায়।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan