প্রসেনজিৎ ধর :
হিন্দি ছবি অমর, আকবর, আন্টনি দেখেছেন। কিন্তু বাস্তবে! হয়তো কেউ দেখেছেন, কেউ নয়। হুগলির ভদ্রেশ্বর তেলিনিপাড়ার মহম্মদ আলির বিবি গতকাল বিকেলে চন্দননগর এলাকার একটি বেসরকারি নার্সিং হোমে তিন পুত্র সন্তানের জন্ম দেন। জন্মের পর মা ও তিন ছেলে সুস্থ আছেন। বাড়িতে শুরু হয়েছে পুজো পুজো ভাব! সকলেই ভীষণ খুশি। বাড়িতে নতুন অতিথি এসেছে বলে কথা। নার্সিং হোমের বক্তব্য তিন সন্তানের জন্ম দেওয়ার ঘটনা আমাদের এখানে এই প্রথম। আমরা এর আগে দু’জন জন্মানোর ঘটনা দেখেছি কিন্তু এটা বিরল। পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, এটা শুধু চন্দননগর নয়, গোটাই রাজ্যে এমন ঘটনা খুব কমই ঘটে! তবে এক সরকারি হাসপাতালের ডাক্তার তথা CMOH সুনিত্রা মজুমদারের সাথে কথা বলে জানা যায়, এটা এখনকার দিনে অস্বাভাবিক কিছু নয়, এটাকে ডাক্তারি ভাষায় ট্রিপ্লেট বলে।