নীল বণিক
পাহাড়ের পর এবার শহর কলকাতাতেও আক্রান্ত হল বিজেপি।
অভিযোগ পরিকল্পিত ভাবেই বিজেপির মিছিলে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল।
নোটবন্দির সমর্থনে দলের ‘উল্লাস মিছিল’ বের করা হয়েছিল চাঁদনি চক মেট্রোর সামনে থেকে। মিছিলের শেষ দিকে তৃনমুলের নেতারা পরিকল্পিত ভাবে বিজেপির মিছিলে হামলা চালায় বলে অভিযোগ করেন বিজেপির সাধারন সম্পাদক সায়ন্তন বসু। তৃনমুলের হামলার জন্য দলের একজন কর্মী আহত হয়েছেন বলেও জানান তিনি। অন্যদিকে মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে বিজেপির মিছিলেও হামলা হয় বলে অভিযোগ বিজেপির আর এক সাধারন সম্পাদক দেবশ্রী চৌধুরী। বিজেপি কর্মীরা রাসবিহারীতে দলের গণস্বাক্ষর কর্মসূচী পালন করছিলেন। ঠিক সেই সময় তৃনমুল কর্মীরা বিজেপি কর্মীদের উপর হামলা চালায় বলে অভিযোগ করেন দেবশ্রী চৌধুরী। এমনকি রাসবিহারীতে দলের মঞ্চ তৃণমূলের কর্মীরা ভাঙ্গচুর করেন বলে অভিযোগ করেন তিনি। খাস কলকাতার দুই প্রান্তে দলের কর্মীদের হামলার প্রতিবাদে বউবাজার থানা ঘেরাও করেন বিজেপির কর্মীরা। হামলার এই ঘটনাতে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি জানান, “তৃনমুল হামলা করে তাঁদের রাস্তাতে নামা বন্ধ করতে পারবে না। আমরা আগামী দিনেও একই কায়দাতে ফের রাস্তাতে নামব।”
যদিও বিজেপির উপর কোনও হামলা হয়নি বলে জানালেন রাসবিহারীর বিধায়ক শোভনদেব চট্টপাধ্যায। তাঁর দাবি তৃণমূলের সমর্থকদের উপর আগে কটূক্তি করেছেন বিজেপির সমর্থকেরা। তারপর সেখানে দুই দলের সমর্থকদের খানিকটা বচসা হয়। ঐ সময়ে কিছু বিজেপির সমর্থকেরা নিজেদের স্টেজ নিজেরাই ভেঙ্গেছেন বলে দাবি করেন তিনি। দেখুন ভিডিও…
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan