নিজস্ব সংবাদদাতা :
ব্যারেটোর বং কানেকশন।
আজ খুলবে, কাল খুলবে করে কেটে গেছে বছরের পর বছর। তালাবন্ধ হয়ে পড়ে রয়েছে বারাসতে আইএফএ আকাদেমি। সচিব উৎপল গাঙ্গুলিকে প্রশ্ন করেই উত্তর মেলে, উদ্বোধনের মাস বলে দেন। কিন্তু বলাই সার। কাজের কাজ কিছু হয় না। সেই বন্ধ আকাদেমি এবার খোলার আলো হয়ত দেখতে চলেছেন। তার পিছনে কারিগর কলকাতায় খেলে যাওয়া অন্যতম সেরা বিদেশি ব্যারেটোর হাত ধরে। আইএফএ–র আকেদেমি খোলার ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন ব্যারেটো। এর জন্য গত সপ্তাহে সচিব উৎপলের সঙ্গে মিটিংও করেছেন। কথাবার্তা ইতিবাচক। ব্যারেটো বলেন, ‘কথা হয়েছে। দেখা যাক কীভাবে এগোনো যায়।’ ব্যারেটোর সংস্থা দেশের অনেক আকাদেমির সঙ্গেই যুক্ত রয়েছে। শেষ পর্যন্ত বাংলার আকাদেমির দায়িত্ব নিয়ে উৎপলকে উতরে দিলে আখেরে লাভ বাংলার ফুটবল প্রেমীদেরই।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan