Breaking News
Home / TRENDING / ট্রেনের টিকিট আপনার বাড়ি পৌঁছে দেবে আইআরসিটিসি

ট্রেনের টিকিট আপনার বাড়ি পৌঁছে দেবে আইআরসিটিসি

নীল বণিক :

এখন বলতে গেলে সবই ছোট পরিবার। কাজের জন্যে সন্তানরাও এখন পরিবার ছেড়ে বাইরে। বাড়িতে সদস্য বলতে শুধুই মা-বাবা। সংসারের একঘেয়েমি কাটাতে মা-বাবা চান কোথাও ঘুরতে যেতে। ইচ্ছে হলেই তো হল না। তারজন্য দরকার ট্রেনের টিকিট থেকে হোটেল বুকিং। এ নিয়ে অত ভাবনার কিছু নেই। এক ক্লিকেই সব আপনার হাতের মুঠোয়।

মুশকিল আসান করতে এগিয়ে এল  ভারতীয় রেলের আইআরসিটিসি বিভাগ। ওদের ওয়েবসাইটে গিয়ে প্রথমে টিকিট কাটুন  তারপর বুক করুন আপনার হোটেল। এরপর আইআরসিটিসিকে মেল করে জানান আপনার বাড়ির ঠিকানা। ২৪ ঘণ্টার মধ্যেই আপনার বাড়িতে টিকিট পৌঁছে দেবেন আইআরসিটিসির কর্মীরা। তবে এরজন্য আপনাকে গ্যাঁটের কড়ি খুব-একটা বেশি খরচ হবে না। ৫০০০টাকার কম হলে আপনাকে দিতে হবে নব্বই টাকা। তার বেশি হলে দিতে হবে ১২০ টাকা। মুম্বই, বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লিতে আইআরসিটিসির উদ্যোগ ইতিমধ্যেই সফল  হয়েছে বলে জানান আইআরসিটিসির জেনারেল ম্যানেজার দেবাশিস চন্দ্র। তিনি আরও জানান, এবার এই উদ্যোগ নেওয়া হচ্ছে কলকাতা-সহ গোটা উত্তরপূর্বে।

 

Spread the love

Check Also

চোরেদের মন্ত্রীসভা… কেন বলেছিলেন বাঙালিয়ানার প্রতীক

ডঃ অরিন্দম বিশ্বাস : আজ বাংলার এবং বাঙালির রাজনীতির এক মহিরুহ চলে গেলেন। শ্রী বুদ্ধদেব …

আদবানি-সখ্যে সংকোচহীন ছিলেন বুদ্ধ

জয়ন্ত ঘোষাল : লালকৃষ্ণ আদবানির বাড়িতে বুদ্ধদেব ভট্টাচার্য মধ্যাহ্ন ভোজে আসবেন। বাঙালি অতিথির আপ্যায়নে আদবানি-জায়া …

নির্মলার কোনও অর্থনৈতিক চিন্তা-ভাবনা নেই

সুমন ভট্টাচার্য এবারের বাজেটটা না গরিবের না মধ্যবিত্তের না ব্যবসায়ীদের কাউকে খুশি করতে পারলো। দেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *