নীল বণিক :
এখন বলতে গেলে সবই ছোট পরিবার। কাজের জন্যে সন্তানরাও এখন পরিবার ছেড়ে বাইরে। বাড়িতে সদস্য বলতে শুধুই মা-বাবা। সংসারের একঘেয়েমি কাটাতে মা-বাবা চান কোথাও ঘুরতে যেতে। ইচ্ছে হলেই তো হল না। তারজন্য দরকার ট্রেনের টিকিট থেকে হোটেল বুকিং। এ নিয়ে অত ভাবনার কিছু নেই। এক ক্লিকেই সব আপনার হাতের মুঠোয়।
মুশকিল আসান করতে এগিয়ে এল ভারতীয় রেলের আইআরসিটিসি বিভাগ। ওদের ওয়েবসাইটে গিয়ে প্রথমে টিকিট কাটুন তারপর বুক করুন আপনার হোটেল। এরপর আইআরসিটিসিকে মেল করে জানান আপনার বাড়ির ঠিকানা। ২৪ ঘণ্টার মধ্যেই আপনার বাড়িতে টিকিট পৌঁছে দেবেন আইআরসিটিসির কর্মীরা। তবে এরজন্য আপনাকে গ্যাঁটের কড়ি খুব-একটা বেশি খরচ হবে না। ৫০০০টাকার কম হলে আপনাকে দিতে হবে নব্বই টাকা। তার বেশি হলে দিতে হবে ১২০ টাকা। মুম্বই, বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লিতে আইআরসিটিসির উদ্যোগ ইতিমধ্যেই সফল হয়েছে বলে জানান আইআরসিটিসির জেনারেল ম্যানেজার দেবাশিস চন্দ্র। তিনি আরও জানান, এবার এই উদ্যোগ নেওয়া হচ্ছে কলকাতা-সহ গোটা উত্তরপূর্বে।