ওয়েব ডেস্ক :
এ তো হিন্দি ছবির উলটোপুরাণ! বলিউডের হিন্দি ছবিতে ছেলে তুলে নিয়ে যায় মেয়েকে। কিন্তু এখান একেবারেই উলটোটা।
ছাতনাতলায় বর। কনেও আছে সেখানে। লাজুক মুখে শুভদৃষ্টি করতে যাবে, এমন সময় এক তরুণী এসে বন্দুক ঠেকালেন বর বাবাজির কপালে। তারপর টানতে টানতে বরকে গাড়িতে তুলে সোজা ধাঁ। সকলের তখন চোখ কপালে ওঠার অবস্থা! যেন সিনেমার শুটিং চলছে। ঘোর কাটতেই জানা গেল, বর-ছিনতাইবাজ আসলে বরের প্রাক্তন প্রেমিকা।
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বুন্দেলখণ্ড-এ। অশোক নামের ওই যুবকের হদিশ মেলেনি এখনও। যদিও ইতিমধ্যেই পুলিশের জালে এই ‘রিভলভার রানি’। নাম তাঁর বর্ষা। তবে পিস্তল নিয়ে যাওয়ার কথা স্বীকার করেননি বর্ষা।
বর্ষা জানান, তাঁর সঙ্গে অশোকের সম্পর্ক প্রায় বছরখানেকের। অশোক-বর্ষা দু’জনে নাকি একসঙ্গে চাকরিও করতেন। এমনকী শোনা গেছে, গোপনে ওঁরা নাকি বিয়েও করেছেন। তবে সেই সম্পর্ক মানতে নারাজ ছেলের বাড়ি। অগত্যা অন্য জায়গায় বিয়ের ব্যবস্থা করে ফেলেন অশোকের মা-বাবা। একটু একটু করে জল গড়ায় বিয়ের মণ্ডপ অবধি। অন্যদিকে এই বিয়েতে নাকি রাজি ছিলেন না অশোক নিজেও, বলে জানান বান্দার পুলিশ অফিসার আর কে মিশ্র।
ছেলের বিয়ে দিলে সব ঠিক হয়ে যাবে বলে ভেবেছিলেন অশোকের অভিভাবক। তবে মাঝপথে যে এমন রোমহর্ষক ঘটনা অপেক্ষা করছে তা আর কেই-বা জানতো!
Check Also
নির্মলার কোনও অর্থনৈতিক চিন্তা-ভাবনা নেই
সুমন ভট্টাচার্য এবারের বাজেটটা না গরিবের না মধ্যবিত্তের না ব্যবসায়ীদের কাউকে খুশি করতে পারলো। দেখে …
শুধুমাত্র শুদ্ধিকরন আর বাংলাদেশ নয়, মমতার যে কথায় কান দিল না মেইনস্ট্রিম মিডিয়া
“ভর্সা যেন না পায় কোনও দাঙ্গামুখো হতচ্ছাড়া, সবাই মিলে বেঁচে থাকার ভর্সা তাদের করুক তাড়া’ …
কোন সাহসে দলের প্রধান স্লোগান কে চ্যালেঞ্জ করলেন শুভেন্দু? কপালে ভাঁজ বিজেপির
দেবক বন্দ্যোপাধ্যায় উফ্! শুভেন্দুর বক্তৃতা শুনে সেই যে গায়ে কাঁটা দিয়েছে সেই কাঁটা আর যায় …