Breaking News
Home / TRENDING / বুন্দেলখণ্ডের বন্দুকরানি

বুন্দেলখণ্ডের বন্দুকরানি

ওয়েব ডেস্ক :
এ তো হিন্দি ছবির উলটোপুরাণ! বলিউডের হিন্দি ছবিতে ছেলে তুলে নিয়ে যায় মেয়েকে। কিন্তু এখান একেবারেই উলটোটা।
ছাতনাতলায় বর। কনেও আছে সেখানে। লাজুক মুখে শুভদৃষ্টি করতে যাবে, এমন সময় এক তরুণী এসে বন্দুক ঠেকালেন বর বাবাজির কপালে। তারপর টানতে টানতে বরকে গাড়িতে তুলে সোজা ধাঁ। সকলের তখন চোখ কপালে ওঠার অবস্থা! যেন সিনেমার শুটিং চলছে। ঘোর কাটতেই জানা গেল, বর-ছিনতাইবাজ আসলে বরের প্রাক্তন প্রেমিকা।
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বুন্দেলখণ্ড-এ। অশোক নামের ওই যুবকের হদিশ মেলেনি এখনও। যদিও ইতিমধ্যেই পুলিশের জালে এই ‘রিভলভার রানি’। নাম তাঁর বর্ষা। তবে পিস্তল নিয়ে যাওয়ার কথা স্বীকার করেননি বর্ষা।
বর্ষা জানান, তাঁর সঙ্গে অশোকের সম্পর্ক প্রায় বছরখানেকের। অশোক-বর্ষা দু’জনে নাকি একসঙ্গে চাকরিও করতেন। এমনকী শোনা গেছে, গোপনে ওঁরা নাকি বিয়েও করেছেন। তবে সেই সম্পর্ক মানতে নারাজ ছেলের বাড়ি। অগত্যা অন্য জায়গায় বিয়ের ব্যবস্থা করে ফেলেন অশোকের মা-বাবা। একটু একটু করে জল গড়ায় বিয়ের মণ্ডপ অবধি। অন্যদিকে এই বিয়েতে নাকি রাজি ছিলেন না অশোক নিজেও, বলে জানান বান্দার পুলিশ অফিসার আর কে মিশ্র।
ছেলের বিয়ে দিলে সব ঠিক হয়ে যাবে বলে ভেবেছিলেন অশোকের অভিভাবক। তবে মাঝপথে যে এমন রোমহর্ষক ঘটনা অপেক্ষা করছে তা আর কেই-বা জানতো!

Spread the love

Check Also

অস্ত্রোপচারের পর কেমন আছেন পরম ঘরণী?

চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স, সোমবার একপ্রকার চুপিসারেই বিয়ে সারেন পিয়া ও পরম। বিয়ের পরদিনই অসুস্থ …

বিয়ের রাত পোহাতেই হাসপাতালে পরমের নববধূ প্রিয়া

চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স, বিয়ের পরদিনই হাসপাতালে ভর্তি হতে চলেছেন পিয়া চক্রবর্তী। সূত্রের খবর, এক …

এক মাসের মধ্যে  ডিপফেক ভিডিয়োর কোপে চার বলি তারকা

চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স, চলতি মাসের শুরুর দিকে সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়েছিল অভিনেত্রী রশ্মিকা মন্দনার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *