ওয়েব ডেস্ক :
টম্যাটো চুরির দায়ে গ্রেফতার এক ব্যক্তি। ৫৪ বছরের ওই ব্যক্তিকে এদিন গ্রেফতার করে মহারাষ্ট্র পুলিশ। মুম্বইয়ের দহিসরের একটি দোকান থেকে গত ১৮ই জুলাই প্রায় ৫৭ হাজার টাকার টম্যাটো চুরি করে ওই ব্যক্তি। এরপর ওই টম্যাটো পাচার করে দেওয়ার অভিযোগ ওঠে ওই ব্যক্তির বিরুদ্ধে। ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। সিসিটিভি ফুটেজ দেখার পরই ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। আগামী ১৮ই অগাস্ট পর্যন্ত ওই ব্যক্তির পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত। অপরদিকে, গত ২০ জুলাই দহিসার এলাকার একটি সব্জি বাজার থেকে প্রায় ৭০ হাজার টাকার টম্যাটো চুরি যায়। উল্লেখ্য, গত ২রা অগাস্ট সারা দেশ জুড়ে টম্যাটোর দাম বাড়তেই থাকে। যার ফলে বেশ কিছু জায়গায় টম্যাটো চুরি যাওয়ারও অভিযোগ ওঠে। টম্যাটোর দাম বৃদ্ধির ফলে কেন্দ্র সরকারের বিরুদ্ধে পথে নেমে প্রতিবাদ করে বিরোধীরা। শুধু তাই নয়, কংগ্রেসের তরফে লক্ষ্নৌর কৃষক ও স্থানীয়দের স্বার্থে একটি টম্যাটো ‘ব্যাঙ্ক খোলা’ হয়।