মধুকল্পিতা চৌধুরী :
গোরক্ষপুর কাণ্ডে এলাহাবাদ হাইকোর্টে দায়ের করা হল জনস্বার্থ মামলা। শিশুমৃত্যুর বিচার বিভাগীয় তদন্ত চেয়ে এই জনস্বার্থ মামলা দায়ের করা হয়। শুধু তাই নয়, হাসপাতালে প্রাইভেট প্রাকটিস বন্ধ করারও আবেদন করা হয়। উল্লেখ্য, গোরক্ষপুরের জেলাশাসক রাজীব রাউতেলা একটি রিপোর্টে পুরো ঘটনার জন্য পুষ্পা সেলস, প্রিন্সিপাল আর.কে মিশ্র, অ্যানাসথেসিয়া বিভাগের প্রধান সতীশকে দায়ী করেন। পাশাপাশি রাউতেলার রিপোর্টে এই পুরো ঘটনার জন্য অক্সিজেন সরবরাহকারী সংস্থাকেই প্রধান দায়ী করা হয়। অপরদিকে, উত্তরপ্রদেশের স্বাস্থ্যমন্ত্রী সিদ্ধার্থনাথ সিং পুরো ঘটনাটিকে একটি ‘অপরাধমূলক অবহেলা’ হিসেবে বর্ণনা করেন। গোরক্ষপুর কাণ্ডের রিপোর্ট সামনে আসার পর অপরাধী কোনও ভাবেই ছাড়া পাবে না বলেও জানান তিনি। উল্লেখ্য, গোরক্ষপুরের বাবা রাঘব দাস মেডিক্যাল কলেজ হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনা প্রকাশ্যে আসার পরই একের পর এক অভিযোগ উঠতে থাকে। কখনও হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি তো কখনও অক্সিজেন সরবরাহকারী সংস্থাকে টাকা না দেওয়ার অভিযোগ ওঠে। সরকারের তরফে টাকা দেওয়ার জন্য চেক দেওয়া হলেও সেই চেক অক্সিজেন সরবরাহকারী সংস্থাকে না দেওয়ারও অভিযোগ ওঠে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে।